BETA VERSION শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৯:১৬ পিএম

Swapno

বিনোদন

ইউরোপ থেকে পুরস্কার পেল বাংলাদেশের ‘বালুর নগরীতে’

Icon

বিনোদন ডেস্ক :

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১২:০৭ পিএম

ইউরোপ থেকে পুরস্কার পেল বাংলাদেশের ‘বালুর নগরীতে’

ছবি - সংগৃহীত

ইউরোপের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব কার্লোভি ভেরি থেকে এবার সুখবর দিলেন বাংলাদেশের পরিচালক মেহেদী হাসান। তার ‘বালুর নগরীতে’ সিনেমাটি প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় ‘গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কার পেয়েছে। পুরস্কারের অর্থ মূল্য ১৫ হাজার ডলার। গতকাল শনিবার রাতে উৎসবের শেষ দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। ‎সিনেমার ইংরেজি টাইটেল ‘স্যান্ড সিটি’।


উৎসবে নির্মাতা মেহেদী হাসান ও সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সিনেমাটির প্রযোজক রুবাইয়াত হাসান। তিনি নিজেও একজন পরিচালক। ‘বালুর নগরীতে’ পুরস্কার জেতায় অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, সৈয়দ আহমেদ শাওকীসহ অনেকে।


‎পরিচালক এর আগে জানিয়েছিলেন, মূল গল্প নগরের বালুকে ঘিরে। পাশাপাশি দুই গল্পের একটিতে দেখা যাবে এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা, যে বিড়ালের ক্যাট লিটারের জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে স্কুটারে করে বালু সংগ্রহ করে।‎


‎বালু সংগ্রহ করতে গিয়ে এমা একদিন বিচ্ছিন্ন আঙুল খুঁজে পায়। এই রহস্য নাটকীয়ভাবে গল্পে পরিবর্তন নিয়ে আসে। সিনেমায় আরেকটি চরিত্র সামনে আসে, তার নাম হাসান। এই চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। এই হাসান বালুর প্ল্যান্টে কাজ করে। সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে বাড়িতেই কাচ তৈরির চেষ্টা করতে থাকে হাসান। তার স্বপ্ন, একদিন সে কাচের ফ্যাক্টরির মালিক হবে, যা শেষ পর্যন্ত তাকে ধ্বংসাত্মক, উদ্ভট পরিকল্পনার দিকে নিয়ে যায়।


চেক প্রজাতন্ত্রের এই উৎসব ৪ জুলাই থেকে শুরু হয়ে শেষ হয় ১২ জুলাই। উৎসবের প্রধান অফিশিয়াল বিভাগ ক্রিস্টাল গ্লোব। এই শাখায় পুরস্কার পেয়েছে চেক প্রজাতন্ত্রের সিনেমা ‘বেটার গো ম্যাড ইন দ্য ওয়াইল্ড’, পরিচালক মিরো রেমো। এটিকেই ধরা হয় উৎসবের সেরা সিনেমা হিসেবে। উৎসবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিভাগ প্রক্সিমা কম্পিটিশন।


‎এদিকে সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ব্যাংককভিত্তিক চলচ্চিত্র পরিবেশনা সংস্থা ডাইভারশন। এ প্রতিষ্ঠানই এখন আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি বিক্রি করবে।


‎‎২০১৬ সালে মেহেদী হাসানের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই অ্যাম টাইম’লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ওপেন ডোরসে প্রদর্শিত হয়। দুই বছর পর ২০১৮ সালে প্রদর্শিত হয় ‘ডেথ অব আ রিডার’। পরে ২০২০ সালে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ‘বেস্ট ইন্টারন্যাশনাল শর্টফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রথম কোনো বাংলাদেশি ছবি হিসেবে নির্বাচিত হয় মেহেদীর ‘দ্য বোরিং ফিল্ম’। ১৬ মিনিট দৈর্ঘ্যের ছবিটির ভাবনা, চিত্রনাট্য, পরিচালনা ও সম্পাদনা—সবই মেহেদী হাসানের।‎


ইউরোপ থেকে পুরস্কার পেল বাংলাদেশের ‘বালুর নগরীতে

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com