BETA VERSION সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পিএম

Swapno

বিনোদন

কাউকে ভালবাসলে তার মধ্যে পরিবর্তন আসবেই : রাশমিকা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৬:১০ পিএম

কাউকে ভালবাসলে তার মধ্যে পরিবর্তন আসবেই : রাশমিকা

ছবি-সংগৃহীত

রাশমিকা মান্দানা এবং রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি নিয়ে যেমন আছে প্রশংসা, তেমনি বিপরীতে আছে সমালোচনাও। বিশেষকরে এই সিনেমায় আলফা-পুরুষ থিমকে যেভাবে প্রাধান্য দেওয়া হয়েছে,তা মানতে পারেননি অনেক দর্শকই।

পুরুষের পাশাপাশি অসংখ্য নারী দর্শক সিনেমায় রণবীর কাপুরের চরিত্রকে পছন্দ করেননি। তবে রাশমিকা জানালেন ভিন্ন কথা। তিনি বরং রণবীরের চরিত্র রণবিজয়ের মতো কোনও পুরুষের সঙ্গে ডেট করতে আগ্রহী। এমন একটা টক্সিক চরিত্রকে সমর্থন দেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রীকে সমালোচনা করতে ছাড়ছেন না অনেকেই।

সম্প্রতি এক কথোপকথনের সময় একজন ভক্ত রাশমিকাকে জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি বাস্তব জীবনে ‘অ্যানিমেল’র রণবিজয়ের (রণবীর কাপুর) মতো কোনও পুরুষের সাথে ডেট করবেন কিনা।

উত্তরে ডেট করা অসম্ভব নয় জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি হয়তো ডেট করবো। আমি সত্যিই বিশ্বাস করি যে, আপনি যদি কাউকে ভালোবাসেন তবে তার মধ্যে পরিবর্তন আসবেই আপনাকে ভালোবেসে।’

দর্শক ও উপস্থাপক যখন তাকে বলেছিলেন যে, বাস্তব জীবনে কেউ বদলায় না, তখন এই অভিনেত্রী জোর দিয়ে বলেন,‘আমি এই কথাটি বলেছি কারণ, আপনি যখন আপনার অল্প বয়স থেকে কারও সাথে বড় হয়ে ওঠেন বা বহুদিন চেনেন, তখনও আপনার ব্যক্তিত্ব তৈরি হয়, আপনি তখনও খুঁজে বের করার চেষ্টা করেন যে,আপনি কী পছন্দ করেন এবং কী পছন্দ করেন না। যখন আপনি আপনার সঙ্গীর সঙ্গে একসাথে বড় হন,তখন আপনি জানেন,আপনার প্রিয় বন্ধু বা আপনার সঙ্গী কেমন। এক দশক আগে সে কেমন ছিল আর আজ সে কেমন, সেটাও জানেন  আপনি।’

এরপর তিনি বলেন, ‘অনেক বছর বাদে তুমি যখন তোমার কোনও এক সময়ের প্রিয় কোনও বন্ধুর সাথে দেখা করো, তখন তুমি আগের সেই বন্ধুকেই মনে রাখো। তার কোনও পরিবর্তন হয়েছে কিনা, তা ভাবো না। কিংবা এটাও ভাবো না, তুমি আগে কেমন ছিলে, আর এখন কেমন। কারণ,সময়ের সঙ্গে সঙ্গে আমরা বদলে যাই।’ 

তবে রাশমিকার এমন মন্তব্য তার অনেক ভক্তের ভালো লাগেনি। একজন মন্তব্য করেছেন, ‘এটা দুঃখজনক যে অনেক মেয়েকেই ছেলেটির জন্য নিজেকে পরিবর্তন করতে বলা হয়। এমনকি সমাজ বা দেশের প্রেক্ষাপটে চিন্তা করতে বলা হয়।’

  অন্য একজন মন্তব্য করেছেন,‘সে কোন জগতে বাস করছে? কেবল তার চরিত্রকে বড় করার জন্য এই ধরণের বক্তব্য দিচ্ছেন। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না।’ আরেকজন মন্তব্য করেছেন,‘একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে এই কথা বলতে দেখা লজ্জাজনক।’

অন্য আরেকজন এই অভিনেত্রীকে খোঁচা দিয়ে বলেন, “সে এখানে ভুল বলেছে! সঠিক উত্তর হলো…না, আমি বাস্তব জীবনে ‘অ্যানিমেল’এর রণবীরের চরিত্রের সাথে ডেট করব না।”

বলা প্রয়োজন, সম্প্রতি এই অভিনেত্রী যুক্ত হয়েছেন অ্যাটলির বিশাল বাজেটের ‘এএ২২এক্সএ৬’ সিনেমায়। যেখানে আরও আছেন আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর। সূত্র : বাংলাট্রিবিউন

রাশমিকা মান্দানা রণবীর কাপুর অ্যানিমেল’ সিনেমা

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com