Logo
Logo
×

বিনোদন

কাজটি ছিল একদম ম্যাজিকের মতো : নওশাবা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৫:৩৭ পিএম

কাজটি ছিল একদম ম্যাজিকের মতো : নওশাবা

ছবি-সংগৃহীত

‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমায় যুক্ত হওয়ার অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী নওশাবার বলেন, ‘এই কাজটি আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল। হঠাৎ করে অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এবার মুক্তি পেতে যাচ্ছে, তাও  দুর্গাপূজায়! এটা আমার জন্য বিশেষ আনন্দের।’

ঢালিউডের গণ্ডি পেরিয়ে এপার বাংলার অনেক অভিনেতা-অভিনেত্রীই হেঁটেছেন টলিউডের পথে। জয়া আহসান, মোশাররফ করিম থেকে শুরু করে চঞ্চল চৌধুরী,রাফিয়াত রশীদ মিথিলা কাজ করেছেন ওপার বাংলার সিনেমায়। জয়ার কথা বললে বলতে হয়, এখন টালিপাড়ার নিয়মিত অভিনেত্রীই হয়ে গেছেন তিনি। এবার যুক্ত হচ্ছে কাজী নওশাবা আহমেদের নাম।

আসছে দুর্গা পূজায় টলিউডের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। মুক্তি পেতে যাচ্ছে নওশাবা অভিনীত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমাটি। এটি নির্মাণ করেছেন অনিক দত্ত।

২০২৩ সালে সিনেমার শুটিং শেষ হয়। গত বছর দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পায়নি। অবশেষে এ বছরের দুর্গা পূজায় প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।

সিনেমাটি নিয়ে নওশাবা বলেন, ‘এখানে আবির চ্যাটার্জি ও আমার চরিত্র দুটি ফেলুদাভক্ত। এ কারণেই তাদের এক হওয়া। জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে সাজানো হয়েছে সিনেমাটির গল্পে। তবে এটা কোনো গোয়েন্দা গল্প না। সিনেমার প্রতি মুহূর্তেই ফেলুদাকে মনে করা হয়েছে, আর প্রতি মুহূর্তেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে।’

বলা প্রয়োজন, ১১ জুলাই মোশন পোস্টার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন সিনেমাটি মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন