
প্রিন্ট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম
অবশেষে সিনেমায় ফিরছেন বিদ্যা সিনহা মিম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১১:২৩ এএম

ছবি- সংগৃহীত
দীর্ঘ সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ২০২২ সালে আলোচিত সিনেমা ‘পরাণ’-এর পর তাকে আর তেমনভাবে সিনেমায় দেখা যায়নি। এরপর মুক্তি পাওয়া ‘দামাল’ সিনেমাটিও প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। ফলে সিনেমা জগতে কিছুটা আড়ালে চলে যান মিম।
তবে একেবারে কর্মহীন ছিলেন না মিম। বিজ্ঞাপনচিত্র ও ফটোশুটে নিয়মিত ব্যস্ত ছিলেন এবং এসব কাজের মাধ্যমেই মাঝে মাঝে শিরোনামে এসেছেন। যদিও নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর এতদিন দেননি।
সম্প্রতি মিম শেষ করেছেন ‘দিগন্তে ফুলের আগুন’ নামের একটি সিনেমার শুটিং। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনীভিত্তিক এই সিনেমায় মিম অভিনয় করেছেন তার স্ত্রী পান্না কায়সারের চরিত্রে। সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সিনেমাটির মুক্তি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও, মিম আশাবাদী।
মিম বলেন, “শুটিং শেষ, কিছু প্যাচওয়ার্ক বাকি আছে। ১৬ ও ১৭ জুলাই সেগুলোর কাজ করব। এরপরই পুরো কাজ শেষ হবে।এই সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী। গল্পটা দারুণ। আশা করছি, দর্শকরা হলে গিয়ে ছবিটি উপভোগ করবেন।”
সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন মিম। নতুন কাজের বিষয়ে তিনি জানান, নতুন কিছু প্রস্তাব পাচ্ছি। তবে গল্প আর চরিত্র যদি মন ছুঁয়ে যায়, তবেই কাজ করব।
আরএস/