
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৯:১৬ পিএম
বিজয়ের সঙ্গে প্রেম করছেন ফাতিমা!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১২:১১ পিএম

ছবি- সংগৃহীত
দক্ষিনী আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মার মধ্যে তুমুল প্রেম ছিল। তবে কিছুদিন আগেই বিজয়-তামান্নার প্রেমে বিচ্ছেদ ঘটে।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে তামান্নার প্রাক্তন প্রেমিক বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দঙ্গল’খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। দুজনের সম্পর্ক ঘিরে শুরু হয়েছে আলোচনা। তবে কি তামান্নার পর ফাতিমায় মজেছেন বিজয়? আবার অনেকে বলছেন তামান্নার সাথে সম্পর্কে থাকা অবস্থায় ফাতিমার সাথে প্রেমে জড়িয়েছেন বিজয়। তবে এবার এ প্রসঙ্গে মুখ খুললেন ফাতিমা।
ফাতিমা জানালেন, তিনি একাই আছেন। কোনো প্রেম করছেন না। ফাতিমা আরও বলেন, যেখানে দুজন মানুষ একে অপরকে শ্রদ্ধা করে, মতামত শোনে ও বোঝে—সেটাই একটি সুস্থ সম্পর্ক। সম্পর্ক মানে নিজের পরিচয় হারিয়ে ফেলা নয়, বরং একসঙ্গে সেই বন্ধনকে শক্ত করে গড়ে তোলা।
বাস্তবে এমন কাউকে পেয়েছেন কিনা জানতে চাইলে ফাতিমা হেসে উত্তর দেন, তেমন মানুষ পাওয়া বেশ কঠিন! অন্তত আমার জীবনে এখন পর্যন্ত কেউ আসেননি। ভালো ছেলেরা শুধু সিনেমাতেই থাকে। বাস্তব জীবনে তো নেই বললেই চলে।
আরএস/