Logo
Logo
×

বিনোদন

শাহরুখ-অজয়ের সম্পর্ক নিয়ে মুখ খুললেন কাজল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১২:১৮ পিএম

শাহরুখ-অজয়ের সম্পর্ক নিয়ে মুখ খুললেন কাজল

ছবি- সংগৃহীত

বলিউডে দীর্ঘদিন ধরেই একটি গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে- অভিনেতা অজয় দেবগন কি স্ত্রী কাজলের জনপ্রিয় সহ-অভিনেতা শাহরুখ খানকে নিয়ে মনকষ্টে ভুগছেন? বিশেষ করে শাহরুখ ও কাজলের পর্দার দুর্দান্ত রসায়ন নিয়েই নাকি তার আপত্তি ছিল। তবে এবার এই জল্পনার পরিসমাপ্তি ঘটালেন স্বয়ং কাজল।

সম্প্রতি কাজল স্পষ্টভাবে বলেন, অজয় ও শাহরুখের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং রয়েছে পারস্পরিক সম্মান। তার ভাষায়, “এগুলো সম্পূর্ণ গুজব। এমন কিছু কখনো ঘটেনি। যদিও তারা বিয়ার-আড্ডার বন্ধু নয়, কিন্তু পরস্পরকে শ্রদ্ধা করে।”

স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়েও কাজল বলেন, "আমরা দুজনেই আলাদা মানুষ, তাই আমাদের পছন্দ-অপছন্দ ভিন্ন হতেই পারে। কিন্তু সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। আমাদের সম্পর্কের মধ্যে একটি সীমানা রয়েছে, যেটা আমরা পরিপূর্ণভাবে সম্মান করি।”

এদিকে গত ২৭ জুন মুক্তি পেয়েছে কাজলের নতুন সিনেমা মা, যার নির্মাতা বিশাল ফুরিয়া। এর পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সরজমিন। সোমবার জিও হটস্টারে প্রকাশ পেয়েছে এই রাজনৈতিক-সামরিক থ্রিলার ঘরানার সিনেমার প্রথম টিজার। পরিচালক কেউজে ইরানির হাত ধরে সিনেমাটিতে কাজলের সঙ্গে পর্দায় দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন ও ইব্রাহিম আলী খানকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন