Logo
Logo
×

বিনোদন

হেরা ফেরি থ্রি’তে ফিরছেন পরেশ রাওয়াল!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১১:২৮ এএম

হেরা ফেরি থ্রি’তে ফিরছেন পরেশ রাওয়াল!

ছবি- সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি থ্রি’ নিয়ে দীর্ঘদিনের জটিলতা অবশেষে কাটল। অভিনেতা পরেশ রাওয়াল নিজেই নিশ্চিত করেছেন, তিনি সিনেমাটিতে ফিরছেন এবং এখন আর কোনো সংকট নেই।

সিনেমার শুটিং শুরু হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসে, যেখানে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল—পুরোনো ত্রয়ী—একত্রিত হন। তবে কিছু অংশের শুটিং শেষ হওয়ার পর আচমকাই সিনেমা থেকে সরে দাঁড়ান পরেশ রাওয়াল, যা সিনেমার ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলে দেয়1।

 আইনি দ্বন্দ্ব ও সমাধান পরেশের সরে যাওয়ার সিদ্ধান্তের পর সিনেমার প্রযোজক অক্ষয় কুমার তার বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করেন। পরেশ রাওয়াল অগ্রিম নেওয়া অর্থ ফেরত দেন এবং পরে এক সাক্ষাৎকারে জানান, “বিতর্কের কিছু নেই। দর্শকদের ভালোবাসা আমাদের দায়িত্ব বাড়িয়ে দেয়। তাই আমি চাই সবাই একত্র হয়ে সেরাটা দিক”।

পরিচালক ও নির্মাণ পরিকল্পনা সিনেমাটি পরিচালনা করছেন প্রিয়দর্শন, যিনি প্রথম ‘হেরা ফেরি’ পরিচালনা করেছিলেন। তিনি বলেন, “মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। তাই এই সিনেমা নিয়ে আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে”।

ভক্তদের প্রতিক্রিয়া পরেশ রাওয়ালের ফিরে আসার খবরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেন, “আগেও থাকার কথা ছিল, এখনও থাকব। আমরা সবাই সৃজনশীল মানুষ এবং বহুদিনের বন্ধু।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন