BETA VERSION শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৬:০০ পিএম

Swapno

বিনোদন

কাজান উৎসবে তিন ছবি বাংলাদেশের

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১১:০১ এএম

কাজান উৎসবে  তিন ছবি বাংলাদেশের

ছবি-সংগৃহীত

আগামী ৫ সেপ্টেম্বর পর্দা উঠবে রাশিয়ার ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এ উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি ছবি—‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’, ‘মাইটি আফরিন : ইন দ্য টাইম অব ফ্লাডস’ ও ‘মাস্তুল’। শুধু তা-ই নয়, মূল প্রতিযোগিতায় নির্বাচিত আরেকটি ছবিতেও আছে বাংলাদেশের সংযোগ। মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দিয়ে নির্মিত মোট ১০টি ছবি জায়গা পেয়েছে বিভাগে,তার মধ্যে একটি বাংলাদেশের ‘মাস্তুল’।

‘মাস্তল’এর নির্মাতা নুরুজ্জামান বলেন,মস্কো উৎসবে স্বীকৃতি পাওয়ার পর থেকে বিভিন্ন উৎসব থেকেই আমন্ত্রণ পাচ্ছি। গত মাসেই রাশিয়ার চেবক্সারি উৎসবে ছবিটা প্রদর্শিত হয়েছে। এবার কাজান উৎসব থেকে আমন্ত্রণ পেলাম।

‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ শীর্ষক একটি বিশেষ বিভাগ চালু করেছে উৎসব কর্তৃপক্ষ। এই বিভাগেই আমন্ত্রণ জানানো হয়েছে মোহাম্মদ নুরুজ্জামানের ‘মাস্তুল’কে। যে ছবি এর আগে রাশিয়ার বিখ্যাত মস্কো উৎসবে জিতেছে স্পেশাল মেনশন।

এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে একটি উৎসবের তিনটি বিভাগে বাংলাদেশের ছবি। আমি যখন মস্কো গিয়েছিলাম, তখন সেখানকার লোকজন বলছিলেন, বাংলাদেশে নতুন ধারার ছবির ওয়েভ আসছে। যেমন ইরানি ছবির ওয়েভ এসেছিল, তেমনই। এই যে স্বাধীন নির্মাতারা ছবি বানাচ্ছেন, সেগুলো বিভিন্ন দেশের উৎসবে যাচ্ছে, পুরস্কার পাচ্ছে, প্রশংসিত হচ্ছে। এটা অনেকেরই নজরে পড়ছে।

আগে ১০-১৫ বছরে হয়তো একবার মস্কো উৎসবে জায়গা পেত বাংলাদেশের ছবি। আর এখন প্রতিবছরই আমাদের ছবি নির্বাচিত হচ্ছে সেখানে।’ 

দেশের মানুষ কবে দেখবে ‘মাস্তুল’? নির্মাতা নুরুজ্জামান জানালেন, তারিখ এখনো চূড়ান্ত করেননি। তবে আগস্টে মুক্তির কথা ভাবছেন তাঁরা। জলে ভাসমান জাহাজীদের গল্প নিয়ে নির্মিত ‘মাস্তুল’-এ অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত প্রমুখ।

প্রথম নির্মাণেই কাজানে সৌমিক

যশোরের তরুণ শাহরিয়ার আজাদ সৌমিক প্রথমবার নির্মাণ করলেন ছবি। পূর্ণ না, স্বল্পদৈর্ঘ্যের। তা দিয়েই পৌঁছে গেলেন কাজান উৎসবে। মূল প্রতিযোগিতার স্বল্পদৈর্ঘ্য বিভাগে নির্বাচিত হয়েছে তাঁর ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’। এ বিভাগে ইরান, মিসর, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের ১০টি ছবি জায়গা পেয়েছে।

সৌমিক বলেন, ‘আমার বেড়ে ওঠা যশোরের ঝিকরগাছা এলাকায়। সেই শৈশবের কিছু স্মৃতি জড়ো করেছি এ ছবিতে। এতে যশোরের ল্যান্ডস্কেপ, সেখানের মানুষের জীবনযাত্রা এবং কমপ্লেক্স লেয়ার্ড ইমোশন তুলে ধরেছি।’

ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন শিশু শিল্পী মানিক দাস। আরো আছেন এস কে শাহরিয়ার হাবীব ও এম ডি শাহীন হোসেন। সৌমিক জানান, এ বছর বিভিন্ন উৎসবে ছবিটি নিয়ে যেতে চান। এরপর আগামী বছর দেশের দর্শককে দেখানোর উদ্যোগ নেবেন

তথ্যচিত্র বিভাগে আফরিনের গল্প

কাজান উৎসবের ডকুমেন্টারি ফিল্ম বিভাগে নির্বাচিত হয়েছে ‘মাইটি আফরিন : ইন দ্য টাইম অব ফ্লাডস’। তথ্যচিত্রের আদলে নির্মিত এ ছবি ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিল। স্ব-ভূমিকায় অভিনয় করে আফরিনও হয়েছিলেন সেরা অভিনেত্রী [স্পেশাল জুরি মেনশন]। কাজানের তথ্যচিত্র বিভাগে লড়ছে তুরস্ক, রাশিয়া, ইরান, নেদারল্যান্ডস, মিসরসহ বিভিন্ন দেশের আরো ৯টি ছবি। নদীর তীরে ছোট্ট এক বাড়িতে আফরিনের বেঁচে থাকা। ছোটবেলায় মারা গেছে তার মা, বাবা চলে গেছে অন্তর্ধানে। নদী,কাদামাটি আর পানিই তার জীবন। জীবনের এমন দুঃসময় থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে সে। তার সংগ্রামের গল্পটাই পর্দায় তুলে এনেছেন নির্মাতা অ্যাঞ্জেলোস রালিস। ঢাকা উৎসবে প্রদর্শনের সুবাদে অনেকে ছবিটি দেখার সুযোগ পেয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে কবে, তা জানা যায়নি।

এবং জয়া

উৎসবটির মূল প্রতিযোগিতা বিভাগের ফিচার ফিল্মে জায়গা পেয়েছে ভারতের ‘পুতুলনাচের ইতিকথা’। সুমন মুখোপাধ্যায়ের এ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি এর আগে রটারড্যাম উৎসবে অংশ নিয়েছিল। ছবিতে জয়ার সঙ্গে আছেন আবির চট্টোপাধ্যায় ও ধৃতিমান চট্টোপাধ্যায়। সূত্র : অনলাইন

কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রাশিয়া

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com