
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৬:২৫ পিএম
ব্র্যাড পিটের প্রেমে দীপিকা, দিলেন খোলা চিঠি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৯:৫৯ এএম

ছবি- সংগৃহীত
বলিউডের বহুল আলোচিত দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ে করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগেই কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি।
তবে জানা গেছে, রণবীরকে বাদ দিয়ে নতুন প্রেমে পড়েছেন দীপিকা। আসলে ব্যাপারটা তেমন কিছুই নয়। সদ্যই মুক্তি পেয়েছে ব্র্যাড পিটের নতুন সিনেমা ‘এফ ১’। ইতিমধ্যে ছবিটি দেখে ফেলেছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। দেখার পর আবেগ ধরে রাখতে পারেননি অভিনেত্রী, তাই হলিউড তারকাকে নিয়ে সোশ্যালে লিখলেন খোলা চিঠি।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকা লিখেন, ‘ব্র্যাড পিট। নামটাই যথেষ্ট। ব্যস এটুকুই। এটাই আজকের পোস্ট।’আর তাতে স্পষ্ট, একরকম যেন ব্র্যাড পিটের প্রেমেই পড়েছেন দীপিকা! এও স্পষ্ট, হলিউডের এই তারকাদের অগণিত অনুরাগীদের একজনও এই অভিনেত্রী।
২০১৩ সালে সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘গোলিওকি রাসলীলা রামলীলা’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান রণবীর-দীপিকা। ২০১৮ সালের নভেম্বর মাসে ইটালির লেকে কোমোতো স্বপ্নের মতো বিয়ে সারেন রণবীর-দীপিকা। বর্তমানে মেয়েকে নিয়ে সুখেই ঘর সংসার করছেন দুইজন।
আরএস/