ছবি- সংগৃহীত
‘কাঁটা লাগা’ গানে নজর কাড়া জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎই মারা গেছেন। মাত্র ৪২ বছর বয়সে মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শেফালিকে মৃত ঘোষণা করেন।
এই অকালমৃত্যুতে হতবাক তার অগণিত ভক্ত ও অনুরাগী। ২০০২ সালে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর মাধ্যমে বলিউডে আলোড়ন তোলেন শেফালি। মাত্র ১৯ বছর বয়সেই সাহসী উপস্থিতিতে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। তার পরে ‘নাচ বলিয়ে’, ‘বিগ বস’-এর মতো রিয়ালিটি শো, সিনেমা ও মিউজিক ভিডিওতে নিয়মিত দেখা গেছে তাকে।
পেশাগত জীবনে ১৫ বছরেরও বেশি সময় তিনি কাজ করেছেন ফিল্মি দুনিয়ায়, যা থেকে অর্জন করেছেন কোটি টাকার সম্পদ। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, প্রায় ৭.৫ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক ছিলেন তিনি। সোশাল মিডিয়ায় প্রোমোশন ও ব্র্যান্ড চুক্তি থেকে প্রতি মাসেই প্রায় ২৫ লাখ টাকা আয় করতেন শেফালি।
আরএস/



