
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৯:৪২ এএম
২০২৪ সালে শেফালির মৃত্যুর পূর্বাভাস করেছিলেন জ্যোতিষী!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০২:৪১ পিএম

ছবি- সংগৃহীত
মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিলেন “কাঁটা লাগা” খ্যাত তারকা শেফালি জরিওয়ালা। ২৭ জুন গভীর রাতে তার আকস্মিক মৃত্যুর খবরে গভীর শোক জানিয়েছেন অনুরাগী ও সহকর্মীরা।
২০২৪ সালে জ্যোতিষী ও পডকাস্টার পরেশ ছাবড়ার এক শোতে অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন শেফালি। সেখানেই তার জন্মছক বিশ্লেষণ করে পরেশ সতর্কবার্তা দিয়েছিলেন—“চন্দ্র ও কেতু অষ্টম ঘরে থাকলে এটি বিপজ্জনক, আর বুধ যুক্ত হলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। আপনার জন্মছকে এই বিপজ্জনক সংমিশ্রণ বিদ্যমান।” এই মন্তব্যের ভিডিও তার মৃত্যুর পর নতুন করে আলোচনায় উঠে এসেছে, এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।
সেই পডকাস্টে শেফালি নিজের জীবনের সংগ্রামের কথাও জানান। মাত্র ১৫ বছর বয়স থেকেই তিনি মৃগীরোগে (এপিলেপসি) আক্রান্ত ছিলেন, যা তার অভিনয় জীবনে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল। ২০০২ সালের “কাঁটা লাগা” গানের মাধ্যমে হঠাৎ জনপ্রিয়তা পেলেও, অসুস্থতার কারণে বড় মাপের সুযোগ হারিয়েছেন বহুবার।
তার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বলিউডের অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। অনেকে বলছেন, এক দশক আগে ডিস্কো যুগে আলো ছড়ানো সেই প্রাণবন্ত তরুণীর এমন বিদায় মেনে নেওয়া কষ্টসাধ্য।
এই ঘটনায় বহু মানুষ জ্যোতিষশাস্ত্র নিয়ে আবারও আগ্রহ দেখাচ্ছেন, আর শেফালির জীবন ও সংগ্রাম স্মরণ করে আবেগে ভাসছেন তার ভক্তরা।
আরএস/