
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৬:২৫ পিএম
অসুস্থতা নিয়ে ‘তাণ্ডবে’র শুটিং করেন শাকিব খান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০১:৩১ পিএম

ছবি- সংগৃহীত
কুরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত এবং শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স—সবখানেই দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
সিনেমাটির সফলতার পেছনে শাকিব খানের অসাধারণ পারফরম্যান্স ও দায়বদ্ধতা ছিল অন্যতম চালিকাশক্তি। পরিচালক রায়হান রাফীর ভাষ্যমতে, শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও শাকিব পুরো ছবির কাজ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন। এমনকি ডাবিং-এর সময় তাঁর গলা বসে গিয়েছিল এবং জ্বরও ছিল, কিন্তু তিনি একবারের জন্যও বিরতি চাননি, কারণ জানতেন পরিচালক তখন কাজ বন্ধ করে দিতে পারেন।
দর্শকরা ‘তাণ্ডব’ সিনেমাটিকে শাকিব খানের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচনা করছেন। রাফী জানিয়েছেন, এই ছবিতে শাকিব একাধিক ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, যার প্রতিটির কণ্ঠস্বর ও অভিব্যক্তি আলাদা। এতগুলো চরিত্রকে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা একজন দক্ষ অভিনেতার পক্ষেই সম্ভব।
আরও এক বিশেষ ঘটনার কথা তুলে ধরে রাফী বলেন, ‘লিচুর বাগান’ সিনেমার সময়ও শাকিব অসুস্থ ছিলেন, কিন্তু তা গোপন রেখেই শুটিং চালিয়ে গেছেন। ফ্লাইটে উঠে পরে জানালেন যে তিনি লুকিয়ে ওষুধ খেয়ে কাজ চালিয়েছেন। কারণ, তিনি জানতেন অসুস্থতার কথা বললে হয়তো পরিচালক কাজ বন্ধ করে দিতেন।
আরএস/