ছবি- সংগৃহীত
‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেত্রী ও মডেল শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। মুম্বাইয়ের কুপার হাসপাতালে শেফালির দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, যেখানে আপাতত কোনো সন্দেহজনক কারণ পাওয়া যায়নি। তবে নিশ্চিত হওয়ার জন্য আরও কিছু পরীক্ষানিরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শেফালির অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী শত্রুঘ্ন জানান, শুক্রবার রাত ১০টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে গেট খোলার সময় তিনি শেষবারের মতো শেফালিকে একটি গাড়িতে দেখেন। এর কিছুক্ষণ আগেই তিনি স্বামী পরাগের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফেরেন এবং সোসাইটি কম্পাউন্ডে তাদের পোষাপ্রাণীর সঙ্গে সময় কাটাতে দেখা যায়। এরপর রাত সোয়া ১০টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
গতকাল শনিবার শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্ত্রীর অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন পরাগ ত্যাগী। গণমাধ্যমের সামনে কান্নাজড়িত কণ্ঠে তিনি অনুরোধ জানান, “এটাকে অনুগ্রহ করে কোনো বিনোদন বা কৌতুক হিসেবে নেবেন না। আমার পরিকে স্মরণ করে প্রার্থনা করুন।”
মাত্র ৪২ বছর বয়সেই বিদায় নেওয়া এই জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন সহকর্মী থেকে শুরু করে অগণিত ভক্তরা। তার এই হঠাৎ চলে যাওয়ায় বিনোদন অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।



