Logo
Logo
×

বিনোদন

‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জরিওয়ালা আর নেই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১১:৪২ এএম

‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জরিওয়ালা আর নেই

ছবি : সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা (৪২)। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

১৯৮২ সালের ১৫ ডিসেম্বর গুজরাটের আমদাবাদে জন্ম নেওয়া শেফালি ইঞ্জিনিয়ারিং অধ্যয়নকালেই শোবিজ জগতে পা রাখেন। ২০০২ সালে রিমিক্স গানে ঝড় তোলা ‘কাঁটা লাগা’ দিয়ে মাত্র ১৯ বছর বয়সেই রাতারাতি খ্যাতি অর্জন করেন তিনি। ঝলমলে সাজ ও মনোমুগ্ধকর নাচের দৃশ্য তাকে বলিউডের অগ্রগামী মিউজিক আইকনদের কাতারে নিয়ে আসে।

পরে তাকে ডেভিড ধাওয়ানের সিনেমা ‘মুঝসে শাদি কারোগি’-তেও দেখা যায়, সালমান খান ও অক্ষয় কুমারের সঙ্গে একটি ক্যামিও চরিত্রে। পাশাপাশি, ‘বিগ বস’-সহ একাধিক রিয়েলিটি শোতে অংশ নিয়ে টেলিভিশন দর্শকদের মন জয় করেন।

ব্যক্তিগত জীবনে তিনি প্রথমে সংগীত পরিচালক হরমীত সিংকে বিয়ে করেন, তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর ২০১৪ সালে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে নতুন জীবন শুরু করেন। সম্প্রতি তারা একটি শিশু কন্যাকে দত্তক নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

কিন্তু হৃদরোগে আকস্মিক মৃত্যুতে সেই স্বপ্ন থেমে গেল। শেফালির মৃত্যুর খবরে বলিউডজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী থেকে অনুরাগী—স্মৃতির পাতা উল্টে তাকে শ্রদ্ধায় স্মরণ করছেন সবাই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন