Logo
Logo
×

বিনোদন

প্রাণনাশের আশঙ্কায় ৩ কোটির বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৯:৩২ এএম

প্রাণনাশের আশঙ্কায় ৩ কোটির বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান

ছবি- সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খানের গ্যারেজে একটি নতুন গাড়ি সংযোজন হলো। বিলাসবহুল এই গাড়ির মডেল মার্সিডিজ-মেবাখ জিএলএস ৬০০ এসইউভি। এটি বুলেটপ্রুফ, যার বাজারমূল্য ৩.৪০ কোটি রুপি।

বিষ্ণোই গ্যাংয়ের হুমকি এবং বাড়ির সামনে গুলি চলার মতো একের পর এক ঘটনায় বাড়ছে সালমান খানের প্রাণনাশের আশঙ্কা। নিজের নিরাপত্তা আরও জোরদার করতেই  বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়িটি কিনলেন তিনি। 

জানা গেছে, সালমান খানের কাছে এর আগেও একাধিক বুলেটপ্রুফ গাড়ি ছিল। তবে এই দামি গাড়িটি কেনার কারণ হিসেবে নিরাপত্তাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। ১৯৯৮ সালে রাজস্থানে একটি ছবির শুটিংয়ে গিয়ে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে জড়িয়ে পড়েন সালমান। সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে রয়েছেন তিনি। 

গত বছরের ১৪ এপ্রিল সালমানের বান্দ্রার বাড়ির সামনে বাইকে করে এসে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে বিষ্ণোই গ্যাং এই ঘটনার দায় স্বীকার করে।এছাড়া ওই বছরের নভেম্বরে মুম্বই ট্রাফিক কন্ট্রোল রুমেও প্রাণনাশের হুমকি আসে সালমান খানের উদ্দেশে। এরপরই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১৮ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে মুম্বাই পুলিশ।

সাম্প্রতিক সময়ে সালমান খান কিছু অপরাধচক্রের কাছ থেকে হুমকি পেয়েছেন, যার জেরে বাড়ানো হয়েছে তার নিরাপত্তাব্যবস্থা। ইতিমধ্যে তার বাড়িও বুলেটপ্রুফ করা হয়েছে এবং এবার সেই তালিকায় যুক্ত হলো তার চলাচলের বাহনও। সালমান খানের নিরাপত্তায় বর্তমানে তার বান্দ্রার বাড়িও পুনর্গঠন করা হয়েছে। প্রতিটি জানালা করা হয়েছে বুলেটপ্রুফ। বসানো হয়েছে উচ্চ প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা। বাড়িতে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।

তবুও একের পর এক হুমকি সালমান ও মুম্বাই পুলিশের দুশ্চিন্তা বাড়িয়েই চলেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন