Logo
Logo
×

বিনোদন

বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছাড়াল ৩০ বিলিয়ন ডলার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৯:০৯ এএম

বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছাড়াল ৩০ বিলিয়ন ডলার

ছবি- সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে। ২৬ জুন, বৃহস্পতিবার দিনের শেষে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৫১ বিলিয়ন ডলারে।

তবে আইএমএফের ‘ব্যালান্স অব পেমেন্টস ম্যানুয়াল ৬’ (বিপিএম ৬) অনুসারে এই রিজার্ভ কিছুটা কম—২৫.৫১ বিলিয়ন ডলার। এর মধ্যে প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ১৯.৮০ বিলিয়ন ডলার, যা বৈদেশিক লেনদেন ও দেনা পরিশোধের জন্য প্রযোজ্য।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রিজার্ভ বৃদ্ধির পেছনে একাধিক ইতিবাচক অর্থনৈতিক প্রবণতা কাজ করেছে। সাম্প্রতিক রাজনৈতিক স্থিতিশীলতার কারণে প্রবাসীরা বৈধ চ্যানেলে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা মুদ্রাবাজারে স্থিতি ফিরিয়েছে। পাশাপাশি গত ১০ মাসে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি না করায় এর ওপর চাপ পড়েনি।

এছাড়া উন্নয়ন সহযোগী বিভিন্ন সংস্থার সহায়তা অর্থ রিজার্ভে যোগ হচ্ছে। চলতি জুন মাসেই বিশ্বব্যাংক, AIIB, জাপান ও ওপেক ফান্ডসহ বিভিন্ন উৎস থেকে প্রায় ৯০ কোটি ডলার ছাড় হতে যাচ্ছে। আরও ২৪০ কোটি ডলার যুক্ত হওয়ার আশায় রয়েছে বাংলাদেশ ব্যাংক, যা রিজার্ভকে জুন মাস শেষে প্রায় ৩২ বিলিয়ন ডলারে পৌঁছে দিতে পারে।

এই ঋণগুলো দীর্ঘমেয়াদি ও স্বল্পসুদে হওয়ায়, তাৎক্ষণিকভাবে রিজার্ভে নেতিবাচক প্রভাব পড়বে না। বরং বাজেট বাস্তবায়ন, ব্যাংক খাত সংস্কার ও রাজস্ব ব্যবস্থায় এগুলোর ইতিবাচক ভূমিকা থাকবে।

২০২৩-২৪ অর্থবছরে মোট প্রবাসী আয় ছিল ২৩.৯১ বিলিয়ন ডলার, যেখানে চলতি ২০২৪-২৫ অর্থবছরে এই আয় বেড়ে ২৯.৪৬ বিলিয়ন ডলার হয়েছে—প্রায় ৬ বিলিয়ন ডলারের প্রবৃদ্ধি। এ ছাড়া রপ্তানি খাতেও ৯ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন