বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ওয়ার ২’-এর প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে যশ রাজ ফিল্মস। আর তাতেই নজর কাড়লেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।
কালো ট্যাকটিক্যাল লেদার পোশাক, হাতে বন্দুক আর চোখে অদম্য দৃঢ়তা নিয়ে কিয়ারা হাজির হয়েছেন একেবারে নতুন রূপে, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে। ভক্তরা তাকে এই সিনেমায় "গেমচেঞ্জার" হিসেবে অভিহিত করছেন।
এই পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ওয়ার ২’-এর ১৪ আগস্ট গ্লোবাল অ্যাইম্যাক্স মুক্তির ৫০ দিনের কাউন্টডাউন। অনেকে বলছেন, এটি কিয়ারার ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী চরিত্র হয়ে উঠতে চলেছে।
ছবিটি পরিচালনা করছেন ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত আয়ান মুখার্জি। প্রযোজনায় আছেন আদিত্য চোপড়া। কাস্টে রয়েছেন হৃতিক রোশন, দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানি। তিন তারকার চমকপ্রদ উপস্থিতি ও নজরকাড়া অ্যাকশন সিকোয়েন্স—সব মিলিয়ে ‘ওয়ার ২’ এখন থেকেই বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি।



