
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৭:৪৩ পিএম
বিবাহ বিচ্ছেদের পর কনাকে শেয়াল রাণী বললেন ন্যান্সি!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১০:২৫ এএম

ছবি- সংগৃহীত
বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গতকাল বুধবার দিবাগত রাতে ফেসবুক স্ট্যাটাসে কনা জানান, স্বামী গহীনের সঙ্গে ছয় বছরের সংসার ভেঙে গেছে তার।
কনা এ ঘোষণা দিতেই সরব হন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ; এর সবই আল্লাহর ইচ্ছায় হয় -বাণীতে শেয়াল রাণী।’
কনা বিচ্ছেদের ঘোষণা দিতে শুরুতেই লিখেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা।জন্ম, মৃত্যু, বিয়ে - সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়।
আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল, এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’
তাই দেখে অনেকের ধারণা কনাকে কটাক্ষ করেই ন্যান্সি ওই পোস্ট দিয়েছেন। কেননা তাদের দুজনের মধ্যে স্নায়ু যুদ্ধের কথা সংগীত আঙ্গনে প্রায় সবাই জানে। এর আগেও শেয়াল রানী সম্বোধন করে ইঙ্গিতে নিজের ফেসবুকে পোস্ট করেছিলে ন্যান্সি।