Logo
Logo
×

বিনোদন

১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিষ্টি জান্নাতের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৩:২৮ পিএম

১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিষ্টি জান্নাতের

ছবি- সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত বিয়ের গুঞ্জন, প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন তিনি। তবে দুবাই সফরে গিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন এ চিত্রনায়িকা। গতকাল একজনের সাথে ভিডিও ভাইরাল হয় মিষ্টি জান্নাতের। এবার  আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন এ চিত্রনায়িকা। 

দুবাই যাওয়ার পর নেটিজেনরা বিভিন্নরকম নোংরা কথা বলছেন মিষ্টি জান্নাতকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্টে করছেন বিরুপ মন্তব্য। যা নজর এড়ায়নি মিষ্টি জান্নাতের। 

 সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মিষ্টি জান্নাত এ হুঁশিয়ারি দেন। তিনি লেখেন, ‘কিছু পেইজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব‍্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর এর নাম, ১২৭ জন আমার পেইজে বাজে কমেন্টকারী। এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সাথে কিছু সো-কলড ফেইসবুকার, টিকটকার এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ‍্যান - ফলোয়ার, পরিবার কাজ করছেন।’

মিষ্টি জান্নাত আরো জানান, তার এই মানহানির পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। তার কথায়, ‘অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। একদল লোক পিছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। 

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন