
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ১১:৪৩ এএম
বিয়ের ৫ দিনের মাথায় বাবা হওয়ার খবর পেলেন নোবেল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৫:০২ পিএম

ছবি- সংগৃহীত
বিতর্কিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল ফের আলোচনায়। মাত্র পাঁচ দিন আগে আদালতের নির্দেশে কারাগারে বসেই তিনি বিয়ে করেন ইসরাত জাহান প্রিয়াকে—যিনি একইসঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীও ছিলেন। এবার নতুন করে চমক দেখিয়ে আদালতের কাঠগড়াতেই নোবেল জানতে পারেন, তিনি বাবা হতে যাচ্ছেন।
আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে নোবেলকে ঢাকার আদালতে নিয়ে যাওয়া হয় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। তিনি ছিলেন হাসিখুশি, ইতিবাচক ভাবনায়। কিছুক্ষণ পর আদালতে প্রবেশ করেন তার সদ্য বিবাহিত স্ত্রী প্রিয়া। সোজা গিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা স্বামীর সঙ্গে আবেগঘন মুহূর্তে কথাবার্তা চালান তিনি।
আইনজীবীদের বরাত দিয়ে জানা যায়, আদালতের নির্দেশে গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়, তত্ত্বাবধানে ছিলেন কারা কর্মকর্তারা। আর এই বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায়ই আসে নতুন সংবাদ—নোবেল ও প্রিয়া সন্তান সম্ভাব্য।
এদিকে, নোবেলের বিরুদ্ধে ডেমরা থানায় নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা চলমান থাকলেও আদালত তাকে ১ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন। রায়ের পরে পুলিশ যখন তাকে আবার কারাগারে নিয়ে যাচ্ছিল, তখনও প্রিয়ার হাত ধরে থাকেন নোবেল। লিফটে ওঠার সময়ও স্ত্রীকে পাশে রাখেন। জামিনে প্রিয়ার কোনো আপত্তি নেই বলেও তিনি জানিয়েছেন সংবাদ সম্মেলনে। তবে নোবেল এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, নোবেল গত ২০ মে থেকে কারাগারে রয়েছেন। আদালতের শর্তসাপেক্ষে, ১৮ জুন বিচারক তাকে প্রিয়াকে বিয়ে করার শর্তে জামিন দেন। ১০ লাখ টাকা দেনমোহরে ১৯ জুন আনুষ্ঠানিকভাবে কারাগারেই বিয়ে সম্পন্ন হয়।
আরএস/