
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৫:৪৩ পিএম
শাকিব খানের প্রশংসায় ভারতীয় পরিচালক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৩:১৩ পিএম

ছবি- সংগৃহীত
ভারতীয় পরিচালক রাজীব বিশ্বাস শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের বিনোদন জগতকে এখনো একাই ধরে রেখেছেন শাকিব খান। অন্যরা তার মতো সফল হতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।
রাজীব বিশ্বাস আরও জানান, তিনি আগে টালিউডে বাণিজ্যিক ঘরানার সিনেমা নির্মাণ করতেন, কিন্তু সময়ের পরিবর্তনে বাংলাদেশে কাজ শুরু করেন। ২০১৮ সালে ‘নকাব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজ করে ব্যাপক সাড়া পেয়েছিলেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় ‘অপারেশন জ্যাকপট’ ও ‘চিতা’ নামে দুটি বড় বাজেটের সিনেমায় কাজ শুরু করেন, যদিও সেগুলো মাঝপথে বন্ধ হয়ে যায়।
পরিচালক বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সিনেমা নির্মাণ কিছুটা কমে গেলেও শাকিব খান এখনো দর্শকদের আগ্রহ ধরে রেখেছেন। তার মতে, শাকিব খানই একমাত্র নায়ক যিনি এখনো বিনোদন জগতের মূল ভরসা হয়ে আছেন।
ভবিষ্যতে শাকিব খানের সঙ্গে কাজ করার ইচ্ছাও রয়েছে রাজীব বিশ্বাসের এমনটাই জানালেন তিনি। শাকিব খানের সর্বশেষ সিনেমা তাণ্ডব এখনও চুটিয়ে ব্যবসা করছে মাল্টিপ্লেক্সে।
আরএস/