
প্রিন্ট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ এএম
সঞ্জয়ের শেষকৃত্যে কারিশমাকে নিয়ে সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:০৪ পিএম

ছবি- সংগৃহীত
লন্ডনের একটি পোলো মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী এবং শিল্পপতি সঞ্জয় কাপুরের। সাত দিন পর দিল্লিতে সম্পন্ন হয় সঞ্জয়েরর শেষকৃত্য। তবে সেই আয়োজনের পর কারিশমার একটি মুহূর্তের হাসিকে কেন্দ্র করে নেটদুনিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়।
দিল্লিতে সঞ্জয়ের শেষকৃত্যে দুই সন্তান সামাইরা ও কিয়ানকে নিয়ে উপস্থিত ছিলেন কারিশমা কাপুর। কিন্তু শেষকৃত্য শেষ করে মুম্বাই ফেরার পথে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন তিনি। মুখে হালকা হাসি, পাশে ছেলেমেয়েরা, এই স্বাভাবিক মুহূর্তটাই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
তারপরই প্রশ্ন ছুড়ে দেন নেটিজেনরা ‘শেষকৃত্য থেকে ফেরার পর কারও মুখে এমন হাসি কীভাবে আসে?’ কেউ কেউ কটাক্ষ করে লেখেন, ‘সম্পত্তির ভাগ নিতে গিয়েছিলেন কারিশমা!’
কারিশমার ছেলে কিয়ান বাবার মরদেহ দেখে নিজেকে ধরে রাখতে পারেনি। কান্নায় ভেঙে পড়ে সে।
আগামী ২৬ জুন দিল্লির এক বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হবে সঞ্জয় কাপুরের স্মরণসভা। এখন প্রশ্ন, কারিশমা কি আবার ছেলেমেয়েদের নিয়ে সেখানে হাজির হবেন?