
প্রিন্ট: ২২ জুলাই ২০২৫, ০৪:০৩ এএম
তিনদিনে কত ব্যবসা করল আমিরের ‘সিতারে জামিন পার’

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৪:৩৮ পিএম

ছবি- সংগৃহীত
আমির খান ও জেনেলিয়া ডি সুজা অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘সিতারে জামিন পার’ প্রথমে প্রত্যাশিত সাড়া না পেলেও মুক্তির পর মাত্র তিন দিনের মধ্যেই দুর্দান্ত উত্থান দেখিয়েছে বক্স অফিসে। সমালোচকদের হতাশ করলেও, সাধারণ দর্শকের কাছ থেকে সিনেমাটি বেশ সাড়া পাচ্ছে।
প্রথম দিনে ‘সিতারে জামিন পার’ সিনেমার আয় ছিল প্রায় ১০.৭০ কোটি রুপি। তবে শনিবার ও রবিবারে দর্শকসংখ্যা বেড়ে যায় ব্যাপকভাবে—দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় প্রায় ২০.২০ কোটি রুপি এবং রবিবার বিকেল পর্যন্ত সিনেমাটি ২৮ কোটি রুপিরও বেশি সংগ্রহ করেছে। মুক্তির তিন দিনে সিনেমাটির ব্যবসা দাঁড়িয়েছে ৬০ কোটি রুপিতে।
প্রসঙ্গত, তুমুল জনপ্রিয় ‘তারে জামিন পার’ সিনেমার সিক্যুয়েল সিতারে জামিন পার। এতে আমির খানের সঙ্গে জুটি বেঁধেছেন জেনেলিয়া ডি সুজা। এছাড়া এ সিনেমায় দশজন বিশেষ চাহিদা সম্পন্ন অভিনেতা-অভিনেত্রীও অভিনয় করেছেন।
আর এস/