
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৯:২৭ এএম
শাকিব খানকে সম্মান জানিয়ে যা বললেন বাঁধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৩:৫৪ পিএম

ছবি- সংগৃহীত
ঢালিউড মেগাস্টার শাকিব খান ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে প্রশংসায় ভাসছেন। ‘তাণ্ডব’ দেখার পর অভিনেত্রী আজমেরী হক বাঁধন,যেমন আছেন শাকিব খানকে নিয়ে ব্যক্ত করেছেন নিজের মুগ্ধতা।
আজ নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে শাকিব খানের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে বাঁধন বলেন, জীবনে এমন অনেক মানুষ আছেন যাদের থেকে তিনি অনুপ্রেরণা পান, যদিও সব মতের সাথে একমত না হলেও তাদের মানসিক দৃঢ়তা ও জীবনদর্শন তাকে ছুঁয়ে যায়। সেই তালিকায় শাকিব খানের নামও উল্লেখ করেন তিনি।
বাঁধনের ভাষায়, শাকিব খানের তারকাখ্যাতি কোনো আকস্মিক ঘটনা নয়; বরং তা অর্জিত হয়েছে বছরের পর বছর পরিশ্রম, নিষ্ঠা ও পেশার প্রতি ভালোবাসা দিয়ে। তিনি বিশ্বাস করেন, জনপ্রিয়তার সঙ্গে দায়িত্ববোধও বাড়ে এবং শাকিব খান তা ভালোভাবেই বুঝতে পেরেছেন।
এদিকে এবারের কোরবানি ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, সিয়াম আহমেদ, আফরান নিশোসহ একঝাঁক তারকা। ছবিটি ইতোমধ্যেই দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।
একই সময়ে মুক্তি পেয়েছে বাঁধনেরও নতুন সিনেমা ‘এশা মার্ডার’, যেখানে তিনি এক সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন সানী সানোয়ার।
আরএস/