ছবি- সংগৃহীত
সম্প্রতি বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে ফের মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। কান চলচ্চিত্র উৎসবে আরমানি প্রিভের গাউন পরিহিত আলিয়ার উপস্থিতি, মুম্বাইয়ের এক ক্লিনিক ও জিমের বাইরে তার একাধিকবার দেখা যাওয়া—সব মিলিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।
অনেকেই ধারণা করেন, তিনি হয়তো গর্ভবতী এবং ইচ্ছাকৃতভাবে ক্যামেরার আড়ালে থাকার চেষ্টা করছেন।
তবে এই সমস্ত গুজবে নিজেই ইতি টেনেছেন আলিয়া। সম্প্রতি জিম থেকে বেরিয়ে তার ফিটনেস ও টোনড মিড-রিফ স্পষ্টভাবে ধরা পড়ে ক্যামেরায়, যা স্পষ্টভাবে গুজবকে খণ্ডন করে দেয়। তার হাসিমুখে পাপারাজ্জিদের উদ্দেশে হাত নাড়ার দৃশ্যও ভাইরাল হয়, যা প্রমাণ করে—এই মুহূর্তে দ্বিতীয়বার মা হওয়ার কোনো সম্ভাবনা নেই।
গুজব যতই ছড়াক, আলিয়া যেন জানিয়ে দিলেন—তিনি এখন নিজের কাজ, পরিবার এবং ফিটনেস নিয়েই ব্যস্ত।
আলিয়া ভাট এখন ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘আলফা’-র শ্যুটিং নিয়ে।



