BETA VERSION রবিবার, ২০ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৮:৪৩ এএম

Swapno

বিনোদন

পরকীয়া প্রেমিকের সঙ্গে রিয়া মনিকে গণধোলাই

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১২:২৫ পিএম

পরকীয়া প্রেমিকের সঙ্গে রিয়া মনিকে গণধোলাই

ছবি-সংগৃহীত

পরকীয়া প্রেমিকের সঙ্গে রিয়া মনিকে ধরার সময় হিরো আলম তাদের মারধরে আহত হন।  পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পরকীয়া যুগলকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাদের থানা হেফাজতে নিয়ে গেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী   সূত্রে জানা গেছি,  আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের স্ত্রী রিয়ামনি ও আরেক কনটেন্ট ক্রিয়েটর ও বার ডান্স্যার ম্যাক্স অভি রিয়াজকে আটকের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গতকাল রিয়া মনি ও ম্যাক্স অভিকে হাতেনাতে ধরার অভিযোগ করেন হিরো আলম। এ সময় হিরো আলমকে মারধরও করা হয়েছে বলে জানান তিনি। এরপরই এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে রিয়া মনি ও ম্যাক্স অভি রিয়াজকে।

গতকাল সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ম্যাক্স অভি রিয়াজকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় তাকে গাড়িতে তোলা হয়। এর কিছুক্ষণের মধ্যে রিয়া মনিকেও গাড়িতে তোলা হয়।

এ সময় এলাকাবাসী হৈচৈ করছিলেন। ভুয়া ভুয়া বলে চেচাতে দেখা গেছে সবাইকে। জানা গেছে,ম্যাক্স অভি ও রিয়া মনিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

এর আগে, একটি ভিডিও ভাইরাল হয় যেখানে রিয়া মনির বাসায় দেখা যায় হিরো আলমকে।

এ সময় হিরো আলমের সঙ্গে বাগবিতণ্ডা ও তার কলার ধরতেও দেখা যায় রিয়া মনিকে। খালি গায়ে ম্যাক্সি অভি রিয়াজকেও দেখা গেছে সেই ভিডিওতে। এর কিছুক্ষণ পর হিরো আলমের আরেকটি ভিডিও প্রকাশ হয় যেখানে হিরো আলম বলেন, তিনি রিয়া মনি ও ম্যাক্স অভিকে হাতেনাতে ধরেছেন। ভিডিওতে রিয়া মনি প্রসঙ্গে হিরো আলমকে বলতে শোনা যায়, ‘তোমার সঙ্গে (রিয়া মনি) ডিভোর্স এখনও কমপ্লিট হলো না তাহলে তুমি আমার নামে ১২ লাখ টাকার মামলা করলে কেন? একদিকে তুমি আমার কাছ থেকে ১২ লাখ টাকা নিবা। আরেকদিকে পরকীয়া করবা।

আমি হাতে নাতে ধরলাম। আমার দোষ হয়ে গেল! আমাকে মারধর করলো। তা,পরকীয়া যদি নাই করো তাহলে ও বাসায় কি করে? বলে আমার পার্টনার।’

হিরো আলম আরো অভিযোগ করেন, তাদের এখনও ডিভোর্স হয়নি। তিনমাস সময় লাগবে বিচ্ছেদের। তবে এরইমধ্যে অভিকে নিয়ে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছেন রিয়া মনি। এমনকী হিরো আলমের নামে ১২ লাখ টাকার নারী নির্যাতনের মামলাও দিয়ে রেখেছেন রিয়া মনি।

এ ঘটনায় হিরো আলমের অফিস স্টাফ সেলিম জানিয়েছেন, গতকাল রামপুরার উলন রোডের বাড়িতে গিয়ে দুজনকে হাতেনাতে ধরেছেন হিরো আলম। এলাকাবাসী দীর্ঘদিন ধরেই তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছিলেন। যেহেতু বাসাটা হিরো আলম ভাড়া নিয়েছিলেন তাই তাকে ফোন দিয়ে প্রায়ই অভিযোগ করতেন এলাকাবাসী। কিছুদিন পরপরই রিয়া মনির বাসায় অবস্থান করতেন ম্যাক্স অভি রিয়াজ। দুজনের এ অনৈতিক সম্পর্ক মেনে নিতে না পেরে হিরো আলমকে অবগত করেন এলাকাবাসী। তাই গতকাল হিরো আলম হাজির হন বাসায়। এক পর্যায়ে হিরো আলমকেই মারধর ও হেনস্তা করেন রিয়া মনি। এরপর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গণধোলাই দেন রিয়া মনি ও ম্যাক্স অভি রিয়াজকে। দুজনকে হাতিরঝিল থানায় নেওয়া হয়েছে। আজকে কোর্টে চালান করা হবে।

 গত এপ্রিল মাসে, বাবার মৃত্যুর সময় হিরো আলম অভিযোগ তোলেন, তার বাবার দেখভাল করেন না স্ত্রী রিয়ামনি। এজন্য তিনি রিয়ামনিকে ডিভোর্সের ঘোষণা দেন। তখনই সামনে ম্যাক্স অভি রিয়াজের অধ্যায়। অন্যদিকে ম্যাক্স অভির স্ত্রী ইতিও অভিযোগ করেন, তার স্বামীর সঙ্গে রিয়া মনির অবৈধ সম্পর্কের কারণেই ঘর ভেঙেছে তারও। হিরো আলম ও ইতি একসঙ্গে সংবাদ সম্মেলনও করেন। রিয়া মনির সঙ্গে ডিভোর্সের প্রক্রিয়া চলমান রয়েছে হিরো আলমের।

পরকীয়া প্রেমিক হিরো আলম মারধর

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com