ছবি- সংগৃহীত
আমির খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘সিতারে জমিন পর’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ‘সিতারে জমিন পর’ ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশন রীতিমতো হতাশ করেছে।
‘সিতারে জমিন পর’ প্রথম দিনে মাত্র ১১.৫ কোটি রুপি আয় করেছে। যা আমির খানের আগের সিনেমা ‘লাল সিং চাড্ডা’র প্রথম দিনের আরের চেয়েও কম। ‘লাল সিং চাড্ডা’ প্রথম সিন আয় করেছিল ১১.৭ কোটি রুপি।
‘সিতারে জমিন পর সিনেমাটি ২০০৭ সালের ‘তারে জমিন পর’-এর স্পিরিচুয়াল সিক্যুয়েল। যদিও সিনেমা ক্রিটিকরা ছবির ভিন্নধর্মী গল্প এবং আমিরের অভিনয়ের প্রশংসা করেছেন, তবুও অগ্রিম বুকিং এবং দর্শক সাড়া ছিল কিছুটা হতাশাজনক3।
তবে আশার কথা হলো, ছবিটি সপ্তাহান্তে ছুটির দিনে ভালো আয় করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেখা যাক, সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের ভালোবাসা আদায় করে নিতে পারে কিনা এই স্পোর্টস ড্রামাটি।
আরএস/



