
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ১০:১৫ এএম
এবার দেশ ছাড়লেন নায়িকা মাহিয়া মাহি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০১:৪৮ পিএম

ছবি- সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে আকস্মিক এ সফরের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি মাহি।
নিউইয়র্কে পৌঁছেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করে মাহি লেখেন, “ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।” এই বার্তাটি ঘিরেই শুরু হয়েছে নানা গুঞ্জন ও কৌতূহল। ভ্রমণের কারণ জানতে চাইলে তিনি বলেন, “ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে। সময় বের করে আজ এলাম।”
যদিও অনেকেই তার এই সফরকে স্থায়ী প্রবাসের ইঙ্গিত হিসেবে দেখছেন, মাহি স্পষ্ট করে জানিয়ে দেন, “আমার বাচ্চা দেশে আছে। নিউইয়র্ক ও আশপাশে ঘুরে আবার ফিরে যাব।” আর ফেসবুকে দেওয়া রহস্যময় বার্তার বিষয়ে জানতে চাইলে তিনি শুধু হেসে যান।
২০১৬ সালে মাহি ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন, তবে সেই সম্পর্ক টিকে ছিল পাঁচ বছর। পরবর্তীতে ২০২১ সালে গাজীপুরের রাজনৈতিক ব্যক্তিত্ব রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। তাদের সংসারে জন্ম নেয় পুত্রসন্তান ফারিশ। কিন্তু আড়াই বছরের মাথায় সেই সম্পর্কেও ইতি টানেন তিনি।
চলচ্চিত্রে আবারও ফিরে আসার ঘোষণা দিলেও মাহি এখন পর্যন্ত নতুন কোনো প্রজেক্টে কাজ শুরু করেননি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘রাজকুমার’ চলচ্চিত্রে, যেখানে তিনি শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেন অতিথি শিল্পী হিসেবে।