
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০৯:১৫ এএম
আমিরের নতুন প্রেম নিয়ে যা বললেন সালমান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৯:০০ পিএম

ছবি- সংগৃহীত
নেটফ্লিক্সে সম্প্রচারিত ‘দ্য কপিল শর্মা শো’-এর নতুন সিজনে আমির খানের নতুন প্রেম নিয়ে রসিকতা করতে দেখা গেছে বলিউডের ভাইজান সালমান খানকে।
অনুষ্ঠানে কপিল শর্মা মজা করে সালমানকে জিজ্ঞেস করেন— “আমির ভাই তো তার নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, আপনি তো শুরুই করছেন না?” উত্তরে সালমান হেসে বলেন, “আমিরের ব্যাপারটাই আলাদা। ও তো মিস্টার পারফেকশনিস্ট। তাই যতদিন না বিয়েটাকে পারফেক্ট করে ফেলছে...” এই মন্তব্যে পুরো মঞ্চে হাসির রোল পড়ে যায়।
জানা গেছে, আমির খানের বর্তমান প্রেমিকা গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা। প্রায় দেড় বছর আগে তাদের সম্পর্ক শুরু হলেও তিনি প্রথমবার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন নিজের ৬০তম জন্মদিনে। রীনা ও কিরণের সঙ্গে বিচ্ছেদের পর আমির আবার নতুন করে সম্পর্ক গড়েন গৌরীর সঙ্গে।
আরএস/