
প্রিন্ট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ এএম
সুশান্ত সিং-রিয়ার প্রেমকাহিনী নিয়ে সিনেমা!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৮:৪৪ পিএম

ছবি- সংগৃহীত
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও তার স্মৃতি এখনো ভক্তদের মনে গেথে রয়েছে। এবার সুশান্তের জীবনের প্রেম ও সম্পর্ক নিয়ে তৈরি হতে যাচ্ছে সিনেমা। বলিউডের জনপ্রিয় পরিচালক রুমি জাফরি সিনেমাটি পরিচালনা করবেন।
সুশান্ত এবং তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বাস্তব জীবনের প্রেম নিয়ে তৈরি হবে সিনেমাটি। যদিও সুশান্তের ভক্তরা মানতে চান না যে তিনি আত্মহত্যা করেছেন। ভক্তরা দাবি করে আসছেন সুশান্তকে হত্যা করা হয়েছে। আর সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। কিন্তু পরিচালক রুমি দাবি করেন, সুশান্ত আর রিয়ার সম্পর্ক ছিল গভীর এবং হৃদয়ছোঁয়া। রিয়া তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল।
রুমি জানান, সুশান্ত জীবিত থাকা অবস্থাতেই তিনি তাদের প্রেম নিয়ে একটি সিনেমা তৈরির কথা ভাবতেন। সবচেয়ে বড় প্রশ্ন সুশান্তের চরিত্রে কে থাকবেন? পরিচালক রুমি জানিয়েছেন, তিনি এই ভূমিকায় দেখতে চান ‘জিগরা’ সিনেমায় অভিনয় করা তরুণ অভিনেতা বেদাঙ্গ রায়নাকে। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই চূড়ান্ত হয়নি, তবে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বলিউডে আলোচনার ঝড় উঠেছে।
২০২০ সালের সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু ভারতজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। তার প্রেমিকা রিয়া চক্রবর্তী সেই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তাদের সম্পর্ক, ভাঙন ও নানা বিতর্ক আজও আলোচনার বিষয়। এবার সেই গল্পই সিনেমার পর্দায় ফিরতে চলেছে।
আরএস/