
প্রিন্ট: ২২ জুলাই ২০২৫, ১১:০২ পিএম
শাহরুখ খানের সিনেমায় এড শিরানের গান!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৮:২০ পিএম

ছবি- সংগৃহীত
ব্রিটিশ পপ তারকা এড শিরান এবার বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমার মাধ্যমে অভিষেক করছেন! এড শিরান নিজেই নিশ্চিত করেছেন শাহরুখের আসন্ন একটি সিনেমার জন্য তিনি একটি হিন্দি গান রেকর্ড করেছেন।
যদিও সিনেমাটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ভক্তরা ধারণা করছেন এটি হতে পারে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমা। সিনেমায় শাহরুখের সঙ্গে থাকছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও রানী মুখার্জির মতো তারকারা।
এড শিরান এর আগে ‘স্যাফায়ার’ গানের ভিডিওতে শাহরুখের উপস্থিতি নিয়ে আলোচনায় এসেছিলেন। এবার সেই সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। শিরান জানিয়েছেন, তিনি এখন একাধিক ভাষায় গান করছেন, এবং এই হিন্দি ট্র্যাকটি অরিজিৎ সিংয়ের সঙ্গে একটি পাঞ্জাবি ভার্সনেরও অংশ হতে পারে।
বলিউডের সিনেমায় এড শিরানের গান নিঃসন্দেহে সংগীতপ্রেমীদের জন্য দারুণ এক চমক হতে যাচ্ছে।
আরএস/