ছবি- সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের দুই বাংলায়ই তার রয়েছে সমান জনপ্রিয়তা। গ্ল্যামার ধরে রেখে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। সম্প্রতি ভালো সময় পার করছেন এ অভিনেত্রী।
এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত দুটি সিনেমা। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’। দুটি সিনেমায়ই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার অভিনীত তাণ্ডব সিনেমাটি নিয়ে বেশ সরগরম ছিল এবারের ঈদ। সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে চলছে। পাশাপাশি তার অভিনীত পারিবারিক সিনেমা ‘উৎসব’ দর্শক সাড়া পেয়েছে।
এদিকে জয়া আহসান জানিয়েছেন জুলাইয়ে তার নতুন আরেকটি সিনেমা ‘ডিয়ার মা’ মুক্তি পাবে কলকাতায়। এটি হতে যাচ্ছে তিন মাসে তার চতুর্থ সিনেমা। সিনেমার পোস্টার শেয়ার করে জয়া লিখেছেন, ‘ডিয়ার মা’ আসছে ১৮ জুলাই। জয়া আগে অনিরুদ্ধ পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করেন। সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্লাটফর্ম জিফাইভে।
ঈদের আগে গত ১৬ মে মুক্তি পায় পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’। এছাড়া কলকাতায় আজও অর্ধাঙ্গিনী নামক একটি সিনেমার শুটিং এরই মধ্যে শুরু করেছেন।
আরএস/



