Logo
Logo
×

বিনোদন

ফের অভিষেক-ঐশ্বরিয়ার মধ্যে বিচ্ছেদের গুঞ্জন!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৬:৪৫ পিএম

ফের অভিষেক-ঐশ্বরিয়ার মধ্যে বিচ্ছেদের গুঞ্জন!

ছবি- সংগৃহীত

বেশ কয়েক বছর ধরেই বলিউড তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছে। পরে সেই গুঞ্জনে জল ঢেলে দিয়ে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই কান উৎসবের রেড কার্পেটে সিঁদুর পরে জানান দিয়েছিলেন তাদের দাম্পত্য অটুট। 

গতকাল ইন্সটাগ্রামে অভিষেকের রহস্যময় পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিষেক লিখেছেন, ‘আমি একবার হারিয়ে যেতে চাই। ভিড়ের মাঝে ফের নিজেকে খুঁজে পেতে চাই। নিজের কাছে যা ছিল, তা সব কাছের মানুষজনদের দিয়ে দিয়েছি। এখন কিছুটা সময় শুধুই নিজের জন্য রাখতে চাই।

প্রশ্ন উঠেছে ‘ফের কি ঐশ্বরিয়ার সঙ্গে দাম্পত্য ভাঙতে চলেছে অভিষেকের?’ তবে অনেকেই নেতিবাচক চিন্তা মাথায় আনতে রাজি নন। তাদের মতে, অভিষেক নিশ্চয়ই নতুন কোনও ছবির জন্য এমন কোনও ইঙ্গিত দিয়েছেন।

প্রসঙ্গত, গত বছর আম্বানিদের বিয়ের আসর থেকে শুরু হয় অভিষেক-ঐশ্বরিয়া দম্পতির বিচ্ছেদের গুঞ্জন। সেই বিয়ের আসরে আলাদাভাবে প্রবেশ করেছিলেন তারা। তার পরে দীর্ঘ দিন একসঙ্গে দেখা যায়নি অভিষেক-ঐশ্বরিয়া। কিন্তু কিছু দিন আগে কান চলচ্চিত্র উৎসবে সমস্ত জল্পনা ধুয়ে-মুছে সাফ করে দিয়েছেন তিনি। সাদা শাড়ির সঙ্গে সিঁথিতে লাল সিঁদুর পরে দেখা গেছে তাকে।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন