
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৫:৪৩ পিএম
লন্ডনে আটকে আছে কারিশমার সাবেক স্বামী সঞ্জয়ের মরদেহ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৫:০৫ পিএম

ছবি- সংগৃহীত
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যু ঘিরে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। তার শেষকৃত্য বিলম্বিত হওয়ায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। গত ১২ জুন লন্ডনে একটি পোলো ম্যাচ চলাকালীন মৌমাছির কামড়ে শ্বাসরোধ হয়ে সঞ্জয়ের মৃত্যু হয়। এ মুহূর্তে লন্ডনে রয়েছে সঞ্জয়ের মরদেহ।
যদিও মরদেহ দিল্লিতে এনে শেষকৃত্য সম্পন্ন করার পরিকল্পনা ছিল, নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে এখনো তা সম্ভব হয়নি। সঞ্জয় ছিলেন আমেরিকার নাগরিক, বসবাস করতেন লন্ডনে, আর শেষকৃত্যের স্থান নির্ধারিত হয়েছে ভারতে—এই তিন দেশের প্রশাসনিক প্রক্রিয়া মিলিয়ে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন তার স্ত্রী প্রিয়া সচদেবের বাবা।
এদিকে, কাপুর পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হওয়ায় গুঞ্জন আরও বেড়েছে। দিল্লিতে সঞ্জয়ের বাড়িতে তার মা, বোন এবং প্রিয়ার প্রথম পক্ষের মেয়ে থাকলেও পুরো পরিবারই এই মুহূর্তে নীরব। এমনকি প্রিয়া সচদেবকেও স্বামীর মৃত্যুর পর থেকে জনসমক্ষে দেখা যায়নি।
সঞ্জয়ের ব্যক্তিগত জীবনও ছিল আলোচিত। কারিশমা কাপুরের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি মডেল-অভিনেত্রী প্রিয়া সচদেবকে বিয়ে করেন। তাদের একমাত্র পুত্র আজারিয়াস কাপুর।
আরএস/