
প্রিন্ট: ২২ জুলাই ২০২৫, ০২:৪৫ এএম
বিচ্ছেদের পর ফের এক হচ্ছেন নাগা-সামান্থা!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৩:৫৭ পিএম

ছবি- সংগৃহীত
দক্ষিণী সিনেমার আলোচিত জুটি নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা রুথ প্রভুর বিচ্ছেদ হয়েছে প্রায় ৪ বছর আগে। নাগা নতুন করে সংসার শুরু করেছেন অভিনেত্রী শোভিতার সঙ্গে। অন্যদিকে দক্ষিণী পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রেম গুঞ্জন ছড়িয়েছে সামান্থার।
এবার জানা গেল নাগার সঙ্গে বিচ্ছেদের চার বছরের মাথায় আবারও এক হচ্ছেন তারকা জুটি নাগা চৈতন্য-সামান্থা।
২০১০ সালে মুক্তি প্রাপ্ত তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’ ছবির শুটিং সেটে প্রেম হয় সামান্থা-নাগা চৈতন্য। প্রায় সাত বছর প্রেম করে ২০১৭ সালে বিয়ে করেন দুইজন। প্রেমকে অমর করে রাখতে শরীরের ‘ইয়ে মায়া চেসাভে’ ছবির নামে ট্যাটু করান সামান্থা। বিয়ের চার বছরের মাথায় নাগার সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর। সেই ট্যাটু মুছে ফেললেও এই সিনেমা আবারও কাছাকাছি আনছে সামান্থা-নাগাকে!
জানা গেছে, চলতি বছরের ১৮ জুলাই পুণরায় বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘ইয়ে মায়া চেসাভে’। দক্ষিণী সিনেমাপাড়ার সূত্রের খবর, এ ছবি পুণরায় মুক্তির জন্য প্রচার অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন দুই সামান্থা-নাগা। বিচ্ছেদের পর প্রথমবার একসঙ্গে দেখার অপেক্ষা তারকা জুটির অনুরাগীরা। যদিও প্রচারে সামান্থা-নাগা একসঙ্গে থাকবেন কিনা তা এখনও জানা যায়নি।
আরএস/