
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ০৩:০৫ এএম
বিয়ের পিঁড়িতে বসছেন বিজয়-রাশমিকা!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১১:২২ এএম

ছবি- সংগৃহীত
দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম চলছে বহুদিন ধরে। তবে বিজয় রাশমিকা প্রেম নিয়ে মুখ খুলেননি কখনও। তবে এবার প্রথম প্রকাশ্যে রাশমিকা বলেই ফেললেন, ‘বিজয় তার সব’!
কয়েকদিন আগে এক অনুষ্ঠানে এক সাংবাদিক রাশমিকার নায়িকার কাছে জানতে চান, বিজয় আপনার কাছে কী? এমন প্রশ্ন শুনে থমকে যান এ অভিনেত্রী। তাকে দেখে মনে হচ্ছিল কী বলবেন তা বুঝে উঠতে পারছেন না। এরপরেই হেসে বলেন, বিজয় আমার সব।
সর্বশেষ, মুম্বাই বিমানবন্দরে বিজয়-রাশমিকাকে একসঙ্গে দেখা যায়। এরপর থেকে এই প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা যুক্ত হয়েছে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে, তারা বিমানবন্দর ত্যাগ করে একই গাড়িতে উঠছেন। বিজয়-রাশমিকা দুজনই পেছনের আসনে মুখে মাস্ক পরে ছিলেন। যদিও তারা নজর এড়ানোর চেষ্টা করছিলেন, তবে একসঙ্গে গাড়ি শেয়ার করায় বিজয়-রাশমিকার প্রেম সম্পর্ক নিয়ে আলোচনাকে আবারও জোরালো করেছে।
সম্প্রতি আরও শোনা গেছে, হবু শাশুড়ি নাকি রাশমিকাকে শাড়ি দিয়ে আশীর্বাদ করেছেন। তাই গুঞ্জন উঠেছে বিয়ের পিঁড়িতে বসছেন বিজয়-রাশমিকা।
আরএস/