
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ০৩:২৯ এএম
‘ডন থ্রি’-তে রণবীরের বিপরীতে কৃতি স্যানন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৩:১৭ পিএম

ছবি- সংগৃহীত
‘ডন থ্রি’ সিনেমা নিয়ে বলিউডপাড়ায় বেশ হইচই চলছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রণবীর সিং থাকবেন, এটা নিশ্চিত হলেও—তার বিপরীতে কে অভিনয় করবেন, সেটা নিয়ে চলছে জোর আলোচনা।
প্রথমে গুঞ্জন ছিল, কিয়ারা আদভানি থাকছেন রণবীরের সঙ্গী হয়ে। তবে কিয়ারা এখন অন্তঃসত্ত্বা হওয়ায় এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। এরপর শুরু হয় নতুন করে জল্পনা কৃতি স্যানন হতে চলেছেন ‘ডন থ্রি’ সিনেমার নায়িকা।
কৃতিকে কয়েকদিন আগে ফারহান আখতারের অফিসের বাইরে দেখা যায়। আর সম্প্রতি মুম্বাইয়ে নিজের বোন নূপুরের সঙ্গে বের হলে, পাপারাজ্জিরা কৃতিকে ‘লেডি ডন’ বলে সম্বোধন করে। উত্তরে তিনি হেসে না বলেও যেন অনেক কিছু বলে ফেলেন! তাঁর চোখেমুখের আনন্দ আর লাজুক হাসিই যেন ইঙ্গিত দেয়—তিনি হয়তো সত্যিই থাকছেন এই ছবিতে।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে বলিপাড়ার কানাঘুষো বলছে—নতুন রোমা চরিত্রে কৃতিই হতে চলেছেন রণবীরের সঙ্গী।