
প্রিন্ট: ২৪ জুলাই ২০২৫, ০৬:৪৩ এএম
একের পর এক সিনেমায় ফ্লপ পূজা চেরী!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১২:০০ পিএম

ছবি- সংগৃহীত
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পূজা চেরী জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে সিনেমায় পা রেখেছিলেন। এবার কুরবানি ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘টগর’। আলোক হাসানের পরিচালনায় এতে পূজার সহশিল্পী রয়েছেন আদর আজাদ।
এ সিনেমাটি শুরু থেকেই দর্শক টানতে ব্যর্থ হয়েছে। যার ফলে, দ্বিতীয় সপ্তাহে এসে মাল্টিপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে ‘টগর’ । দেশের কোনো মাল্টিপ্লেক্সেই সিনেমাটি আর প্রদর্শিত হচ্ছে না।
গত শুক্রবার থেকে দেশে মাত্র তিনটি সিঙ্গেল স্ক্রিনের প্রেক্ষাগৃহে চলছে ‘টগর’ । দেখা যাচ্ছে ঢাকার আজাদ সিনেমা হল, নীলফামারীর বাবু টকিজ এবং নওগাঁর ফাইভ স্টার সিনেমা হলে।
বলা যায়, প্রত্যাশা অনুযায়ী এবারের ঈদে ব্যর্থ হয়েছেন এ পূজা চেরী। মুক্তির আগে তিনি বলেছিলেন, ‘এ সিনেমার জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্নতা রয়েছে। কিন্তু টগর সিনেমা সিনেপ্লেক্স থেকে কেন নামিয়ে দেওয়া হলো? এ বিষয়ে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, নিজেদের সিদ্ধান্তেই মাল্টিপ্লেক্সে থেকে নামিয়ে নেওয়া হয়েছে। কারণ, শো-টাইম দর্শকদের উপযুক্ত সময় অনুযায়ী নির্ধারণ করা সম্ভব হয়নি। যে কারণে তাদের স্বার্থ বিবেচনায় টিম এ সিদ্ধান্ত নিয়েছে।
মাল্টিপ্লেক্স সূত্রে জানা গেছে, সিনেমাটি মুক্তির পর থেকেই প্রত্যাশিত সাড়া মিলছিল না দর্শকদের। প্রতিক্রিয়া ছিল হতাশাজনক। ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার মধ্যে যেসব সিনেমার দর্শকচাহিদা বেশি, সেগুলো তাদের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
গত রোজার ঈদেও মুক্তি পেয়েছিল পূজা চেরী ও আদর আজাদ অভিনীত সিনেমা ‘লিপস্টিক’ । সেই সিনেমাও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল।