Logo
Logo
×

বিনোদন

বিয়ে না করার কারণ জানালেন সালমান খান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১০:৩৫ এএম

বিয়ে না করার কারণ জানালেন সালমান খান

ছবি- সংগৃহীত

বলিউডে ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান বর্তমানে মোস্ট এলিজিবল ব্যাচেলর। নিজের ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। সালমানের বয়স ৬০ ছুঁতে আর বেশি দেরি নেই। 

সালমান খানের জীবনে এসেছে বহু প্রেম। সংগীতা বিজলানি থেকে ঐশ্বরিয়া রাই বচ্চন কিংবা হালের ক্যাটরিনাদের মতো বলিউড ডিভারা ছিলেন তার প্রেমিকার তালিকায়। তবে কোনো প্রেমই পরিপূর্ণ হয়নি সালমানের জীবনে। কোনো প্রেমই বিয়ে পর্যন্ত গড়ায়নি।

বিয়ে নিয়ে প্রায়ই কথা শুনতে হয় ভাইজানকে। যার ব্যতিক্রম হয়নি কপিল শর্মার কমেডি শো-এর নতুন পর্বেও। সেখানেই কথা প্রসঙ্গে বিয়ের কথা ওঠে।

কপিল শর্মার কৌতুকানুষ্ঠানে বিয়ের প্রসঙ্গ থাকবেই। সেখানে সালমানের উপস্থিত থাকলে তার বিয়ে না হওয়া নিয়ে প্রশ্নও উঠবে। কপিল শর্মা সালমানকে বিয়ের কথা জিজ্ঞেস করতেই তিনি বলেন, ‘আগেকার মানুষেরা সহনশীলতার প্রতীক ছিলেন। কী প্রচণ্ড সহ্যশক্তি তাদের। আর এখন? ধরুন, ঘুমের ঘোরে গায়ে পা উঠে গেল। অমনি বিচ্ছেদ।’

বিচ্ছেদ প্রসঙ্গে এটুকু বলেই থামেননি সালমান। তিনি আরও বলেন, ‘এখন ছোট ছোট কারণে বিয়ে ভেঙে যায়। কেউ জোরে নাক ডাকেন। তাতেই বিচ্ছেদ।’ হাসতে হাসতে বলিউড ভাইজান বলেন, ‘একবার বিয়ের খরচ। আবার বিচ্ছেদ হলে অর্ধেক সম্পত্তি হাতিয়ে নিয়ে চলে যাবে। কোনও দরকার নেই। বেশ ভাল আছি।’

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন