Logo
Logo
×

বিনোদন

জোড়া লাগল অর্জুন-মালাইকার ভাঙা প্রেম!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৪:০৯ পিএম

জোড়া লাগল অর্জুন-মালাইকার ভাঙা প্রেম!

ছবি- সংগৃহীত

বলিউডের আলোচিত প্রেমিক জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। নিজের চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে  দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন মালাইকা। গত বছরের মে মাসের শেষে ভেঙে যায় মালাইকা-অর্জুনের প্রেমের সম্পর্ক।    

বিষয়টি নিয়ে কোনো কথা বলেনলি মালাইকা কিংবা অর্জুন। তবে এ ঘটনার কয়েক মাস পর মালাইকার সঙ্গে বিচ্ছেদের কথা নিজ মুখেই স্বীকার করেন অর্জুন কাপুর। দীর্ঘদিন ধরে আলোচনায় নেই মালাইকা-অর্জুনের প্রেম-বিচ্ছেদ। তবে বলিউডে নতুন গুঞ্জন উঠেছে ভাঙা প্রেম জোড়া লেগেছে মালাইকা-অর্জুনের। এই গুঞ্জনের সূত্রপাত্র হয়েছে মালাইকার ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে। 

রোববার (১৫ জুন) মালাইকা তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, নিজের বাড়িতে অলস দুপুর কাটাচ্ছেন। ছবিতে ঢোলাঢালা পোশাক পরে চেয়ারে বসে আছেন।

মালাইকার এই ছবি গুলিতে লাভ রিঅ্যাক্ট  দিয়েছেন  অভিনেতা অর্জুন কাপুরও। মূলত, এরপরই মালাইকার সঙ্গে ভাঙা প্রেম জোড়া লাগার গুঞ্জন শুরু হয়। তবে  বিষয়টি নিয়ে বরাবরের মতো নীরব এই প্রেমিক যুগল।

মালাইকার বয়স এখন ৫১ বছর আর অর্জুন কাপুরের ৩৯। ১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৭ সালে দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে তাদের। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন