
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৪:৩৬ পিএম
কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তামান্না ভাটিয়া !

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০১:৩৪ পিএম

ছবি- সংগৃহীত
কিছুদিন আগেই অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদ হয়েছে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার। এরপর মানসিভাবে বিপর্যস্ত ছিলেন এ অভিনেত্রী। তবে নতুন প্রেমে পড়েছেন তামান্না। জানা গেছে নিজের শরীরের প্রেমে পড়েছেন তামান্না ভাটিয়া।
তামান্না বলেন, ‘আমি সত্যিই আমার শরীরকে ভালোবাসি। কাজের ব্যস্ত দিনের শেষে গোসলের সময় আমি শরীরের প্রতিটি অংশকে স্পর্শ করে ধন্যবাদ জানাই। শুনতে অদ্ভুত লাগলেও আমি জানি প্রতিদিন সে কীভাবে আমাকে সহ্য করে।’
ছোটবেলায় তামান্না মনে করতেন ছিপছিপে শরীর মানেই সুন্দর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছেন, সৌন্দর্য বা আত্মসম্মান শুধু শরীরের মাপে আটকে থাকে না।
তামান্না বলেন, ‘একটা সময় ছিল যখন আমি ভাবতাম ছিপছিপে চেহারা হলেই আমি সুন্দর। কিন্তু পরে বুঝলাম, ওটা আসলেই আমাকে ভালো অনুভব করাতো না। সুন্দর লাগার অনুভূতি আসলে আমার ওজনের ওপর নির্ভর করত না।’
আইটেম গানে ঝড় তোলার জুড়ি নেই তামান্না ভাটিয়ার। তার উষ্ণ গড়ন আর নাচের তালে কেঁপেছে অসংখ্য দর্শকও। সম্প্রতি তামান্নাকে ‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে দেখা গেছে।