
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৮:০২ এএম
স্পষ্ট করে বলতে চাই, আমি অসুস্থ প্রতিযোগিতায় নেই : অপু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১০:২৫ এএম

ছবি- সংগৃহীত
ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার এক হাত নিলেন বুবলীকে। বুবলীকে উদ্দেশ্য করে অপু বললেন, শাকিব খানকে নিয়ে কোনো অসুস্থ প্রতিযোগিতায় তিনি আর নেই। ১৫ জুন বিশ্ব বাবা দিবস উপলক্ষে এমন পোস্ট দেন এই নায়িকা।
বাবা দিবসে শাকিব খানকে নিয়ে দুই প্রাক্তন স্ত্রী অপু-বুবলীর ফের ফেসবুকে প্রতিযোগিতা শুরু হয়।
বাবা দিবসের দিন রাতে শাকিব খান ও সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে অপু লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি, আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সঙ্গে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি— তখনই সেই বিষয়কে ঘিরে একধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়।
এরপর অপু নতুন করে কোনও কিছু আর প্রমাণ করতে চান না জানিয়ে লিখেন, ‘আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে। সেখানে লুকোচুরি নেই, নাটক করার কিছু নেই। আমার ছেলের জন্য সময় দেই, তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি—এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারো ‘অস্বস্তি’ তৈরি হলে, সেটার দায় আমার নয়। আমি অনেকদিন ধরেই দেখছি, আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু ‘কাউন্টার প্রচেষ্টা’ শুরু হয়। আমি স্পষ্ট করে বলতে চাই—আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই।’
এরপর সম্মান অর্জন করা নিয়ে তিনি আরও লিখেছেন, ‘সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। কারো সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি।
অপুর এমন পোস্টের পর বুবলীর পক্ষ থেকে উত্তর আসেনি। তবে বুবলীর ভক্তরা বলছেন, বুবলীও সময়মত অপুকে জবাব দিবেন।