
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ১০:০৬ এএম
বাবা দিবসে শাকিব খানকে নিয়ে ফের অপু-বুবলীর যুদ্ধ!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৬:২২ পিএম

ছবি- সংগৃহীত
বিশ্ব বাবা দিবস উপলক্ষে ঢালিউডের সুপারস্টার শাকিব খানকে ঘিরে ফের ভার্চুয়াল যুদ্ধে জড়িয়েছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। সন্তানদের সঙ্গে কাটানো শাকিব খানের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন এই দুই অভিনেত্রী।
অপু আজ সকালে ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় তাদের সন্তান আব্রাহাম খান জয় শাকিব খানের কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। ক্যামেরার পেছন থেকে অপু প্রশংসা করছেন ছেলের প্রতিভার। শাকিব খুশিতে হাসছেন এবং বলছেন, “ভেরি গুড।” ভিডিওর ক্যাপশনে অপু লেখেন, বাবা-ছেলের এই সম্পর্কটায় যেন কারও কুনজর না লাগে।
এরপর সবাই বলতে থাকেন এবার বুবলী কী করবেন। অপু বিশ্বাসের পোস্টের ২১ মিনিট পরই নিজের সন্তান বীরকে নিয়ে শাকিব খানের সাথে ভিডিও পোস্ট করেন বুবলী।
বুবলীর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, তাদের ছেলে বীর বাবার ঘরে বসে কার্টুন দেখছে। বুবলীকে বলতে শোনা যায়, বাবাকে পাপ্পা দাও তো। ছেলের দেয়া চুমুর জবাবে শাকিবও আদরে ছেলেকে চুমু দেন। এই ভিডিওটির ক্যাপশনে বুবলী লেখেন, একজন বাবার ভালোবাসা তার সন্তানের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকে। বাবা দিবসে সকল বাবাকে জানাই শুভেচ্ছা।
শাকিব খান, অপু ও বুবলীর এই পোস্টগুলোকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে। সবাই বলছেন শাকিব খানকে নিয়ে অপু-বুবলীর এই প্রতিযোগিতা কবে শেষ হবে।
আরএস/