
প্রিন্ট: ২২ জুলাই ২০২৫, ০২:৫৩ এএম
পাইরেসির শঙ্কার মধ্যেও তাণ্ডবের চমক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৬:০৬ পিএম

ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। শাকিব খান, জয়া আহসান ও সাবিলা নূর অভিনীত এই সিনেমাটি নিয়ে দর্শকদের রিভিউ ইতিবাচক থাকলেও পাইরেসির শঙ্কা শুরু থেকেই আলোচনায় ছিল।
মিরপুর সনি সিনেপ্লেক্সে সিনেমাটি দেখতে গিয়েছিলেন একদল দর্শক, যারা প্রথমে ভেবেছিলেন পাইরেসির কারণে হলে দর্শক কম হবে। তবে প্রবেশমুখে তারা সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পান—প্রেক্ষাগৃহ ছিল উপচে পড়া দর্শকে।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে একদল মুখোশধারীর চ্যানেল বাংলা টেলিভিশনে হামলা ও সাংবাদিকদের জিম্মি করার ঘটনা নিয়ে। মন্ত্রীর হত্যাকাণ্ডের মাধ্যমে শুরু হওয়া ঘটনাপ্রবাহ ক্রমেই জটিল হয়ে ওঠে, যেখানে শাকিব খান অভিনীত চরিত্রটি একের পর এক চমক সৃষ্টি করে।
‘তাণ্ডব’ সিনেমার ভিন্নধর্মী চরিত্র ও সংলাপে শাকিব খান নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন। এছাড়া জয়া আহসান সাংবাদিক সায়রার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন।
পরিচালক রায়হান রাফীর ওয়ান টেক শটের দক্ষতা আগের সিনেমাগুলোর মতো এখানেও প্রশংসিত হয়েছে। বিশেষ করে বিরতির আগে ও আয়রন সেল থেকে পালানোর দৃশ্যে এই টেকনিক নজর কেড়েছে।
সিনেমার অন্যতম আকর্ষণ ছিল ক্যামিও চরিত্রে আফরান নিশো ও সিয়াম আহমেদের উপস্থিতি, যারা অল্প সময়ের অভিনয়েই দর্শকের মন জয় করেছেন।
সিনেমার আবহসংগীতেও চমক ছিল। রবিউল ইসলাম জীবনের লেখা ও মহসীনের গাওয়া ‘খবর দে’ গান শুরু থেকেই উত্তেজনা তৈরি করে।
শেষ ১০ মিনিটের চমকপূর্ণ দৃশ্যগুলো দীর্ঘদিন দর্শকদের মনে থাকবে বলে মনে করছেন অনেকে। পাশাপাশি, সিনেমার শেষে সিকুয়েলের ইঙ্গিতও পাওয়া গেছে, যেখানে ভবিষ্যতে নতুন গল্পের আবহ তৈরি হতে পারে।
তবে পাইরেসির শঙ্কার মধ্যেও দর্শকদের হলমুখী হওয়া প্রমাণ করছে, বড় পর্দায় সিনেমা দেখার স্বার্থকতা এখনও অটুট রয়েছে।