
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ০৩:৩৮ এএম
পাইরেসির কবলে শাকিব খানের ‘তাণ্ডব’

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৫:২৬ পিএম

ছবি- সংগৃহীত
ঠেকানো গেল না শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসি। মুক্তির এক সপ্তাহের মাথায় পাইরেসির কবলে পড়ল সিনেমাটি।
গত শুক্রবার থেকে টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে তাণ্ডব সিনেমা। এরপর ছড়িয়ে পড়েছে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইটে। ইউটিউব থেকে সিনেমাটি সরিয়ে নিলেও তাণ্ডবের পাইরেটেড ভার্সন পাওয়া যাচ্ছে টেলিগ্রাম ও বিভিন্ন ওয়েবসাইটে।
তাণ্ডব টিম ইতিমধ্যে পাইরেসি রোধে কাজ করছে বলে জানিয়েছেন আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। যারা পাইরেসির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শাহরিয়ার শাকিল জানান, যারা এ অপরাধের সঙ্গে জড়িত, তাদের একবিন্দু ছাড় দেওয়া হবে না।
তবে সিনেমা পাইরেসির এ ঘটনা তাণ্ডবের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন প্রযোজকের। শাকিল বলেন, ‘পৃথিবীতে যত বড় বড় সিনেমা হয়েছে, প্রায় সবই পাইরেসির শিকার হয়েছে। এর আগে আমাদের তুফানও পাইরেসির কবলে পড়েছিল। তবে সিনেমা যে বড় স্ক্রিনে দেখার বিষয়, সেটা দর্শক ভালো করে জানে। হলে সিনেমা দেখার অভিজ্ঞতা অন্য কিছুর সঙ্গে মেলানো যাবে না। একটা সময় সিনেমাটি ওটিটিতে আসবে। তাই বলে দর্শক হলে আসবে না, এমনটা নয়। আগামী কয়েকদিনের বেশিরভাগ টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।’
‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে আরও অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, এফ এস নাঈম, রোজী সিদ্দিকী প্রমুখ।
আরএস/