
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ০৫:১৪ এএম
ঈদে বুবলীকে কত টাকা দিলেন শাকিব খান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৩:৩৮ পিএম

ছবি- সংগৃহীত
অনেক আগেই অপু বিশ্বাস-বুবলীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে শাকিব খানের। তবে দুই সন্তান আব্রাম খান জয় এবং শেহজাদ বীর ২ জনেরই দায়িত্ব পালন করেন ঢালিউডের কিং খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শবনম বুবলীকে প্রশ্ন করা হয়, ঈদে শাকিবের থেকে কী উপহার পেলেন তিনি। প্রশ্ন শুনে লাজুক হাসি দেন বুবলী। উত্তর দিতে ইতস্তত বোধ করলেও শেষে বলেই ফেললেন।
বুবলী বললেন, ছেলে হওয়ার পর সবই তো ওর কথা ভেবেই করি আমরা। হ্যাঁ, উপহার তো পাই। কিন্তু এখন সে ভাবে নিজের জন্য কেনাকাটা করা হয় না। তবে উনি ইদের আগে কেনাকাটা করার জন্য টাকা দিয়ে দেন। আমরা নিজেদের পছন্দের জিনিস কিনে নিই।
সম্প্রতি অপু বিশ্বাসের সঙ্গে একই গাড়িতে দেখা যায় শাকিব খানকে। ঈদের জন্যই ছেলে আব্রাহাম আর অপুকে নিয়ে নাকি কেনাকাটা করতে গিয়েছিলেন তিনি। এক গাড়িতে তিন জনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এর পরই শাকিবের সঙ্গে ছেলে শেহজাদ বীরকে নিয়ে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন বুবলী। লেখেন, অনুগ্রহ করে কিছু না জেনে, কারও চালাকির প্ররোচনায় পড়ে আজেবাজে, নোংরা ভিডিওতে মন্তব্য করা এবং ট্যাগ করা বন্ধ করুন।
আরএস/