Logo
Logo
×

শিক্ষা

জবির নতুন ক্যাম্পাসের জন্য জমি প্রদান

Icon

স্টাফ রিপোরর্টার :

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৯:৪৬ পিএম

জবির নতুন ক্যাম্পাসের জন্য জমি প্রদান

ছবি- সংগৃহীত

জেলা প্রশাসকের কার্যালয় ঢাকার ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় কেরানীগঞ্জ উপজেলাধীর পশ্চিমদী মৌজায় ১১ দশমিক ৪০ একর ভূমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ২০২৫ সালের ৩ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দখল বুঝিয়ে দিয়েছে । 

জেলা প্রশাসক, ঢাকার নির্দেশে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, কানুনগো ও সার্ভেয়ার সরেজমিনে উপস্থিত থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের অধিগৃহীত ভূমির দখল প্রত্যাশী সংস্থা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দিয়ে অধিগ্রহণের কাজ সমাপ্ত করেছে। জেলা প্রশাসকের কার্যালয় ঢাকার ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় কেরানীগঞ্জ উপজেলাধীর পশ্চিমদী মৌজায় ১১ দশমিক ৪০ একর ভূমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ২০২৫ সালের ৩ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দখল বুঝিয়ে দিয়েছে । 

জেলা প্রশাসক, ঢাকার নির্দেশে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, কানুনগো ও সার্ভেয়ার সরেজমিনে উপস্থিত থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের অধিগৃহীত ভূমির দখল প্রত্যাশী সংস্থা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দিয়ে অধিগ্রহণের কাজ সমাপ্ত করেছে।মঙ্গলবার (৩ জুন) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন।

এই অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম উপস্থিতিতে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আ. হালিম ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অবশিষ্ট ১১.৪০ একর জমির দখল হস্তান্তর করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ শেখ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক, পিআরআইপি পরিচালক, প্রধান প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সক্রিয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য ইতিপূর্বে ২/২০১৮-২০১৯ নং এলএ কেস মূলে কেরানীগঞ্জ উপজেলাধীন পশ্চিমদী মৌজায় ১৮৮ ‍দশমিক ৬০ একর ভূমি অধিগ্রহণ করে ২০২০ সালের ২৩ জানুয়ারি   জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দখল বুঝিয়ে দেয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের জন্য জেলা প্রশাসন, ঢাকা সর্বমোট ২০০ একর ভূমি অধিগ্রহণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দখল বুঝিয়ে দিয়েছে। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন