Logo
Logo
×

শিক্ষা

জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প অনুমোদন

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১২:০০ এএম

জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প অনুমোদন

ছবি: যুগের চিন্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রতীক্ষিত সংশোধিত দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প অনুমোদন পেয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে, পরিকল্পনা মন্ত্রণালয় বুধবার এ প্রকল্পের সরকারি আদেশ (জিও) জারি করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংশোধিত দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প অনুমোদিত হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় প্রকল্পের সরকারি আদেশ (জিও) ইস্যু করেছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক অর্জন এবং যুগান্তকারী অগ্রগতি।

সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দীর্ঘপথে নিরলস সমর্থন দেওয়ায় সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছে।

এছাড়া, বর্তমান সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগ, বিশেষ করে শিক্ষা, পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাদের সার্বিক সহযোগিতার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “আমাদের প্রত্যাশিত দ্বিতীয় ক্যাম্পাসের আরডিপিপি অনুমোদিত হয়েছে। এটি জবির একটি বিশাল অর্জন এবং অগ্রগতি। শিক্ষার্থীদের অক্লান্ত শ্রম, শিক্ষকদের সমর্থন ও প্রচেষ্টা এই কৃতিত্বের দাবিদার। আমরা চেষ্টা করেছি এবং সফল হয়েছি। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্রছাত্রী আসবে, তাদের জন্য এটি একটি বড় অর্জন এবং মাইলফলক হয়ে থাকবে।”

এর আগে, গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের কাজ ‘অর্পিত ক্রয় কার্য’ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন