Logo
Logo
×

শিক্ষা

শিক্ষার জন্য আমরা কী ধরণের বাজেট চাই?’ শীর্ষক গোলটেবিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৩:৫৪ পিএম

শিক্ষার জন্য আমরা কী ধরণের বাজেট চাই?’ শীর্ষক গোলটেবিল

ছবি- যুগের চিন্তা

বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট ‘শিক্ষার জন্য আমরা কী ধরণের বাজেট চাই?’ শীর্ষক জাতীয় গোলটেবিল সম্মেলনের আয়োজন করেছে।

বাংলাদেশ শিক্ষার উন্নয়নের জন্য কমিশন গঠন এবং বাজেট বৃদ্ধির দাবিতে ছাত্র কল্যাণ ট্রাস্ট ২৮ মে ‘শিক্ষার জন্য আমরা কী ধরণের বাজেট চাই?’ শীর্ষক জাতীয় গোলটেবিল সম্মেলনের আয়োজন করে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় দৈনিক ইত্তেফাক ভবনে আয়োজিত জাতীয় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ নূরে আলম তালুকদার।

গোলটেবিল সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম শমসের আলী, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমেদ সোবহানী, দৈনিক ইত্তেফাকের বিপণন পরিচালক আবুল খায়ের চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল, বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের সাবেক উপ-সচিব ও পরিচালক হাবিবুর রহমান, ট্রাস্ট মডেল একাডেমির সিনিয়র শিক্ষক আলমগীর কবির, বাংলাদেশ বেতারের প্রাক্তন প্রধান সংবাদ প্রশিক্ষক রেহানা পারভীন, বিএম ফয়সাল মুনির, অ্যাডভোকেট কামরুন নাহার লিজা, শিক্ষা গবেষক এবং খ্যাতিমান শিক্ষাবিদরা।

গোলটেবিল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন,পরিবর্তনশীল বাংলাদেশে আমরা অনেক সংস্কার কমিশন দেখেছি, কিন্তু শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের জন্য কোনও কমিশন গঠন করা হয়নি। অতীতে আমরা বিভিন্ন সরকারের কাছে শিক্ষা কমিশনের প্রতিবেদন জমা দিয়েছি, কিন্তু প্রতিবেদনের কোনও পর্যালোচনা বা এর কোনও বাস্তব প্রয়োগ হয়নি। সরকারের নীতিনির্ধারকদেরও দেশের সকল শিক্ষাবিদদের অংশগ্রহণে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা উচিত।

জাতির উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, নব্বইয়ের দশকের গোড়ার দিকে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা করে উন্নত শিক্ষা বিস্তারের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলাম। সরকারের উচিত শিক্ষার প্রতি আগ্রহী ব্যক্তিদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বও দেওয়া। তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারকে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফি নেওয়া বন্ধ করা উচিত।

বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ নূর আলম তালুকদার বলেন, সরকার শিক্ষা খাতে যে বাজেট দেয় তা ২ শতাংশেরও কম। উন্নত বিশ্বে শিক্ষা খাতে বাজেটের পরিমাণ অনেক বেশি। সরকারের উচিত শিক্ষা খাতে মনোযোগ দেওয়া এবং বাজেট বরাদ্দ বৃদ্ধি করা।

শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার গুরুত্বের উপর জোর দিয়ে তিনি বলেন, দেশের বর্তমান শিক্ষা পাঠ্যক্রমগুলিতে নৈতিক শিক্ষার বিষয়টি অনুপস্থিত। নৈতিকতার অভাবের কারণে আজকের নৈতিক কাজ সকল ক্ষেত্রেই সম্পূর্ণ। তিনি মন্তব্য করেন যে এনসিটিভি পুনর্গঠন করা এবং পাঠ্যক্রমগুলিতে নৈতিক শিক্ষার উপর জোর দেওয়া সময়ের দাবি।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন