Logo
Logo
×

শিক্ষা

তিতুমীর কলেজে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা, তদন্ত কমিটি গঠন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:১৮ এএম

তিতুমীর কলেজে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা, তদন্ত কমিটি গঠন

ছবি : সংগৃহীত

ঢাকার সরকারি তিতুমীর কলেজে আন্দোলনরত শিক্ষার্থী এবং দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কলেজ প্রশাসন একটি পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মিজানুর রহমানকে।

সোমবার (২৬ মে) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— হিসাববিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মেহের নিগার বানু, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে. এম. সেলিম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনিরুজ্জামান, এবং ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রহমান। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার শিকার হয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কাজ করা সাংবাদিকরা। তাদের মধ্যে রয়েছেন— ডেইলি ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক এবং কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আমান উল্লাহ আলভি, সারাবাংলা ডটনেটের প্রতিনিধি আব্দুল্লাহ মজুমদার রাব্বি, ডেইলি ক্যাম্পাসের আল-আমিন মৃধা, এশিয়ান টিভি অনলাইনের মাহমুদা আক্তার এবং রাইজিংবিডির উম্মে হাফসা।

সাংবাদিক আমান উল্লাহ আলভি অভিযোগ করেন, নায়েক নূর নামে এক শিক্ষার্থীকে ছাত্রদলের নেতাকর্মীরা রিকশায় তুলে নেওয়ার সময় তিনি ভিডিও ধারণ করলে ছাত্রদলের একাংশ তার ওপর হামলা চালায় এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দেয়। একই ঘটনার শিকার হন অন্যান্য সাংবাদিকরাও।

এক আন্দোলনকারী শিক্ষার্থী আলী আহমেদ জানান, হল সিট বরাদ্দ না পাওয়ায় তারা অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করলে, ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন এবং সদস্য সচিব সেলিম রেজার নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় বনানী থানায় আমান উল্লাহ আলভি বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সেক্রেটারি নাসিরুদ্দিন নাসির এবং কলেজ শাখার আহ্বায়ক ইমাম হোসেন-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন